বেওয়ারিশ অনু কাব্য
১/
এখন আমি বৃষ্টি হবো
ভিজবে তুমি আমার স্পর্শে ,
তোমার ঠোঁটে ছোঁয়াবো ঠোঁট
ভালবাসার তুমুল বর্ষে ।
২/
রেখেছিলাম তোমার পায়ের নুপুরখানি
যখন চাইব আমি -
তুমি তখন দিও তোমার পা- দু'খানি
আমি শুধু ভালবাসা বাসতে জানি ।
৩/
আকাশ যখন চাইছে না আর
মেঘকে কাছে রাখতে ,
মেঘের কি সাধ্য বলো
আকাশ ঢেকে রাখতে ।
তুমি সখি ভালোয় আছো
সূর্য মেখে ঘাসে ।
আমি ঝরি বৃষ্টি হয়ে
তোমার কি যায় আসে ।
৪/
তোমায় নিয়ে যায়নি কোথাও একা
হাঁটতে যায়নি, বসতে যায়নি
শিশির জলে পা ভিজাইনি
সাগর পাড়ে সূর্য হয়নি দেখা ।
তোমায় নিয়ে যায়নি কোথাও একা ।
২৯-০৯-১৩
এখন আমি বৃষ্টি হবো
ভিজবে তুমি আমার স্পর্শে ,
তোমার ঠোঁটে ছোঁয়াবো ঠোঁট
ভালবাসার তুমুল বর্ষে ।
২/
রেখেছিলাম তোমার পায়ের নুপুরখানি
যখন চাইব আমি -
তুমি তখন দিও তোমার পা- দু'খানি
আমি শুধু ভালবাসা বাসতে জানি ।
৩/
আকাশ যখন চাইছে না আর
মেঘকে কাছে রাখতে ,
মেঘের কি সাধ্য বলো
আকাশ ঢেকে রাখতে ।
তুমি সখি ভালোয় আছো
সূর্য মেখে ঘাসে ।
আমি ঝরি বৃষ্টি হয়ে
তোমার কি যায় আসে ।
৪/
তোমায় নিয়ে যায়নি কোথাও একা
হাঁটতে যায়নি, বসতে যায়নি
শিশির জলে পা ভিজাইনি
সাগর পাড়ে সূর্য হয়নি দেখা ।
তোমায় নিয়ে যায়নি কোথাও একা ।
২৯-০৯-১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩পুরোটাই খুব ভাল লাগলো
-
ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩ক্ষুদে চরণগুলো আরো আকর্ষণীয় হবে এই প্রত্যাশা
-
নির্ঝর রাজু ২৯/০৯/২০১৩১ আর ৩ নংটা বেশ দারুন লেগেছে, ২ ও ৪ টা কেমন খাপছাড়া! যাই হোক আগামিতে অবশ্যই কবির কাব্যরসে মজে যাব তুমুল, তা দাদার সাথেত আলাপ হয়নি, আদাপ!
*******কবিকে নিমন্ত্রন দিলাম নির্ঝরের ব্লগ বাড়িতে|-
বিনীত