www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রশ্ন

খুব সকালে দুয়ার খুলে
যেই না দেখো এলাম আমি
তুমি কি সত্যি খুশি হবে ?
শিশির জমা দু চোখ তোমার
অপলক সে দৃষ্টি মেখে
আমায় তুমি জড়িয়ে কি নেবে ?

অনেক দিনের উপসি মন
যেই না পেলে কাছে আমায়
তুমি কি অক্টোপাস হবে ?
বুকের ধু ধু মরুভুমি
অনেক ধুলো জমে আছে
তোমার জলে সিক্ত করে দেবে ?

অনেক গুলো প্রশ্ন আমার
মগজ ধোলাই ব্যস্ত থাকে
তুমি কি তা সহজ করে দেবে ?
আমার বুকের তৃষ্ণা গুলো
তোমার বুকে মেলবে ডানা
আমায় তুমি বুকে টেনে নেবে ?

তোমার বুকের হিরন্ময় সুখ
খুঁজতে গিয়ে ক্লান্ত আমি
তুমিও কি আমার মতই একা ?
অনেক দিনের উপসি মন
একটু খানি জিরিয়ে নেবো
তোমার সাথে হবে যখন দেখা !

২৯-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মীর শওকত ২৯/০৯/২০১৩
    চমত্‍কার
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    মুগ্ধ হলাম....
 
Quantcast