হৃদ ধুয়া নদী
আমার কি সব ধুয়ে নিয়ে গেছে নদী !
উত্তর পাড়া থেকে মধ্যমগ্রাম নাকি
অমিয়ভূষণ স্মরনির চিলে কোঠা ।
অচেনা শহর কত চেনা মনে আজ
উচু নিচু সবুজের ঢল ।
সাগর দিঘীর বাঁধানো পিচঢালা পথ
শীতের কামড়ে জবু থবু । সে এক আশচার্য !
তোমার ঠোঁটের উষ্ণতায়
শরীর ছেড়ে যায় পোশাক ।
ডুবিয়ে দিয়েছে নিরিবিলি সাঁওতালি দিঘীতে
সিঁথি পথের লতানো লাজ ।
ও চোখে নিমেষ দিয়েছে কেবা আজ ?
যে কথাটি বলা যায় গানে
বলা যায় যোগে , তুমি আর আমি এক ।
আমি তো মানুষ , আমি সম্পূর্ণ হবো । তাহলে -
কেন সব রবে বাঁধাদিনের চতু ঃসীমায় বাঁধা ? তবে কি -
আমার সব ধুয়ে নিয়ে গেছে নদী !
সু পরিচয় চয়ন করতে এসে
হটাৎ নিভে আসে আলো ,
খিল দেয়া দুয়ারে কিসের মোহনীয় গন্ধ ভিজে অন্ধকারে ।
তবে কি -
বুকের গেরুয়া জল স্পর্শ করে
চোখের পাড়ের গাঢ় খাদ ।
তোমার বুকের স্পর্শে দোলে ওঠে ধনুচির অন্ধকার ,
কিসের দহনে তবে শূন্য মনে হয় ঘাস পাথর হৃদয় চত্বর
মহানিশির আরতির ধোঁয়া । তবে কি -
আমার সব ধুয়ে নিয়ে গেছে নদী !!
২৭-০৯-১৩
উত্তর পাড়া থেকে মধ্যমগ্রাম নাকি
অমিয়ভূষণ স্মরনির চিলে কোঠা ।
অচেনা শহর কত চেনা মনে আজ
উচু নিচু সবুজের ঢল ।
সাগর দিঘীর বাঁধানো পিচঢালা পথ
শীতের কামড়ে জবু থবু । সে এক আশচার্য !
তোমার ঠোঁটের উষ্ণতায়
শরীর ছেড়ে যায় পোশাক ।
ডুবিয়ে দিয়েছে নিরিবিলি সাঁওতালি দিঘীতে
সিঁথি পথের লতানো লাজ ।
ও চোখে নিমেষ দিয়েছে কেবা আজ ?
যে কথাটি বলা যায় গানে
বলা যায় যোগে , তুমি আর আমি এক ।
আমি তো মানুষ , আমি সম্পূর্ণ হবো । তাহলে -
কেন সব রবে বাঁধাদিনের চতু ঃসীমায় বাঁধা ? তবে কি -
আমার সব ধুয়ে নিয়ে গেছে নদী !
সু পরিচয় চয়ন করতে এসে
হটাৎ নিভে আসে আলো ,
খিল দেয়া দুয়ারে কিসের মোহনীয় গন্ধ ভিজে অন্ধকারে ।
তবে কি -
বুকের গেরুয়া জল স্পর্শ করে
চোখের পাড়ের গাঢ় খাদ ।
তোমার বুকের স্পর্শে দোলে ওঠে ধনুচির অন্ধকার ,
কিসের দহনে তবে শূন্য মনে হয় ঘাস পাথর হৃদয় চত্বর
মহানিশির আরতির ধোঁয়া । তবে কি -
আমার সব ধুয়ে নিয়ে গেছে নদী !!
২৭-০৯-১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Binoy Bhushan Nath ২৮/০৯/২০১৩Bhandu, tumi valoi leko. Next boi mela te akta publish hoa chai.
-
Înšigniã Āvî ২৭/০৯/২০১৩খুব খুব ভাল লাগা.......
'হৃদমাঝারে' রেখে দেওয়া লেখা ।