www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রাপ্তবয়স্ক শিশু

মাঝে মাঝে আমার
শিশু চুরি করতে ইচ্ছা করে ।
প্রাপ্ত বয়স্ক , তোমার মতো শিশু
দোষহীন নিপাট ভালো মানুষ ।
যখন বুঝি ভালবাসা ব্যাপারটা
নিজেই এক স্বয়ং সম্পূর্ণ বোধ ,
ঠিক তখন ই -
তুমি আমার হৃদয়ে অশ্বত্থ গাছের মতো
গজিয়ে মাথাচাড়া দিয়ে ওঠো ।

তোমায় বুঝতে আমার সকল বুদ্ধি
জড়ো করে হয়তোও
নাগালের বাইরে থেকে যাবে সব কিছুই ।

মনের তো আর শরীর হয় না
না হয় মনেই ঘাস জন্মাতো ,
আমার বুঝার বোধ কে সঙ্গী করে ।

যে শক্তিকে আমি নিরবে অনুভব করেছি
অ ৈশশব সন্ধ্যাতারার নরম নীলাভ দ্যুতিতে ,
ইটচাপা ঘাসের মধ্যে নৈবদ্য সাজিয়ে
প্রার্থনার ডালা হাতে করে বসে থাকি ,
কখনও তোমার ধুলোভরা চরণ ছোঁয়ার জন্য ।

আমি কখন যে কোথায় থাকি
কত আলোকবর্ষ দূরে । তখন -
অনুত্তাপহীন নৈব্যেত্তিক চোখ
তোমায় খুঁজে বেড়ায় অহর্নিশ ।

আমার কল্পনা আর কাব্যকে যখন
লাল পিঁপড়ের মতো কুঁড়ে কুঁড়ে খাও ,
শারীরিক পারফুমের ঘ্রাণ
তখনও উবে যায় না ।
আলতো হয়ে লেপটে থাকে
আমার শাের্ট , মনে , চোখে ।

স্থির মুহূর্তে উৎকণ্ঠা এসে ভীর করে চতুর্পাশে ,
তখন ভাবি -
কখনো কখনো ভালবাসা মানুষকে
ঔজ্জ্বল্য দান করে ।
আবার কখনো অন্ধকার , গড়িয়ে যায় অতলান্তে ।
তখন চোখের নীচে কালি পড়ে
অবয়বের গোলাপি আভা মরে যায় ।

২৫-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ওয়াহিদ ২৬/০৯/২০১৩
    Dada,
    Kobita Khub valo laglo ,bishesh kore wordgula
  • সহিদুল হক ২৫/০৯/২০১৩
    বেশ ভাল হয়েছে কবিতা।এই তো এবার কবিতার নাম ঠিক জায়গাতেই আছে।
    আমার পাতায় মন্তব্য দিও কিন্তু।
    • বিশ্বজিৎ বণিক ২৬/০৯/২০১৩
      ধন্যবাদ সহিদুল হক । আপনার পরামর্শ কাজে লাগালাম । আপনার পাশে আছি সবসময় , আপনিও থাকবেন আশা করি ।
  • আহমাদ সাজিদ ২৫/০৯/২০১৩
    ভাল লেগেছে কবি।
  • মোকসেদুল ইসলাম ২৫/০৯/২০১৩
    চমৎকার
  • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
    মন ছুঁয়ে গেল........
    নামটা শুনে অবাক হয়েছিলাম,
    পড়ে বুঝলাম নামকরণ সার্থক ।
 
Quantcast