www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার আমার সম্পর্ক

জানালা কিনবো বলে
সেই থেকে যে নিরুদ্দেশ
জানালা আর কেনা হলো না ।
মানিব্যাগের টাকাগুলো আধুলি সিকি হয়ে
কখন যে পড়ে গেছে ড্রেনে ।
ড্রেন থেকে তুলতে গিয়ে
তুলে আনি পচা দুর্গন্ধ স্মৃতি ।
সেখানে হারিয়ে ফেলা সিকি খুঁজতে খুঁজতে
আঙুলের নখ ভোতা হয়ে ঝরে পড়ে ।
জানালা আর কেনা হলো না ।
ঘুণের কবলে থাকা পুরনো টুটা-ফাটা  জানালা আমার
পরিচর্যার অভাবে মেয়াদোত্তির্ণ হয়ে গেছে ,
তোমার আমার সম্পর্কের মতো ।  


২৪-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩
    --কল্পনাটা দারুণ, তবে আরো ভালো কিছু হতে পারতো। একটু সময় নিয়ে লেখার অনুরোধ থাকলো।--
  • সহিদুল হক ২৪/০৯/২০১৩
    শেষ দু লাইন খুব ভাল হয়েছে,কিন্তু কবিতার নামের জায়গায় বার বার একই কথা লেখা ঠিক নয়।
    তাছাড়া অন্যের লেখা পড়া ও মন্তব্য করাও কর্তব্য।।
    • বিশ্বজিৎ বণিক ২৪/০৯/২০১৩
      একজন লেখকের প্রধান হওয়া উচিৎ অন্যের লেখা পড়া আর আমি সে কাজটাকে বেশী গুরুত্ব দিতে চেষ্টা করি । " কবিতার নামের জায়গায় বারবার একই কথা লেখা ঠিক নয় " অনুগ্রহ করে একটু বুঝিয়ে বললে উপকৃত হবো । ধন্যবাদ "সহিদুল হক" এভাবে পরামর্শ দিয়ে আমার পাশে থাকবেন আশা করবো ।
      • সহিদুল হক ২৪/০৯/২০১৩
        যেখানে তুমি বিশ্বজিতের কবিতা কথাটা লিখছো সেখানে কবিতার নাম লিখবে।
  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    বেশ নতুন আইডিয়া
  • ভালো লিখেছেন।
 
Quantcast