www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুমের বারোটা বাজলো

মাঝ রাতে হঠাৎ আমার ঘুম হল উধাও ,
আমি এদিক ওদিক কোথাও খোঁজে পাইনি ।
হাত নেড়ে দেখি
বালিশ পড়ে আছে বালিশের জায়গায় ,
পাটি পড়ে আছে বিছানায়
জলের গ্লাস আছে ঠিকঠাক মতো ।
পাশ ফিরে দেখি
কয়েল জ্বলছে সে নিজের ই নিয়মে ।
ডিম লাইটের আলোতে দেখি আমি নেই
এবার ঘুম খুঁজবো না নিজেকে !
দ্বিধায় , নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম ,
চোখ ছিল জেগে
তাকে পাঠালাম খুঁজতে ।
বেশি দূর যেতে হয়নি তার
বাইরের গেটে ছিল তালা ,
শরীর বেরুতে পারেনি গেটের বাইরে । তাই -
ঘুমকে পাঠিয়ে দিলো তোমার বিছানায় ।
তোমাদের দু'জনার ডুব সাঁতার দেখতে দেখতে ,  হঠাৎ
চোখ ফেটে জল । তাই-
আজ ঘুমের বারোটা বাজলো ।

২৩-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
    সত্যি নতুন ধরনের ভাবনা....
    কদিন হলো আমার ও ঘুমের বারোটা ...
  • রোদের ছায়া ২৩/০৯/২০১৩
    এরকম করেও তাহলে ভাবা যায় । শরীর না পারুক ঘুম তো জেতেই পারে প্রিয় মানুষটার কাছে । বেশ সুন্দর ভাবনা । ভালো লাগা রইলো।
    • বিশ্বজিৎ বণিক ২৪/০৯/২০১৩
      আপনাদের ভালো লাগা নিয়ে ই তো সামনে এগিয়ে যাবো । ধন্যবাদ পাশে থাকবেন এভাবে ।" রোদের ছায়া "
  • সুন্দর!!!
  • ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩
    --পড়েছি অন্য কোথায়?!--
 
Quantcast