www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কৈশবী

এমন অনেক কামড় সহ্য করেছি আমি
তোমারটা আলতো নরম বিষাক্ত
ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়ায় ।
এমন কত কামড় সহ্য করেছি
উরুতে অক্ষমের বিকৃত যৌনসুখ
ছিন্ন ভিন্ন স্তন যুগলে বিকৃত মানচিত্রে
কত দাঁতের নকশা এঁকেছে
পিঠে ,হাতে,মুখে পেটে ।
আইচক্রিম ভেবে চেটেছে কত সে জন
মিহি ভাঁজ করেছে খামখেয়ালে ।
এমন কত সহ্য করেছি আমি
পুরো শরীর জাপটে খামছে ছিঁড়েছে ।
বিশ্রী রকমের জল ত্যাগের বাসনায়
মেতে উঠত শকুনেরা ।
গঙ্গা জলে নিজেকে শুদ্ধ করতাম
আবার বাঁচতে হবে বলে ।
তোমার কামড় এখন নস্যি সুলভ,
ব্যাথা এখন আমার কাছে ঘেঁষতে ভয় পায়
পাছে না - ব্যাথায় ব্যাথা পায় ।

বিশ্বজিৎ বণিক
২২-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার বিষয়! সুন্দর উপস্থাপন।
  • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
    ভাল
  • সহিদুল হক ২২/০৯/২০১৩
    ভাল হয়েছে কবিতা।
    ব্যাথা>ব্যথা
    আমার পাতায় আমন্ত্রণ রইলো।
 
Quantcast