www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রিলেটিভ

সে বলতে পারতো , সময় করে একবার এসো কিন্তু ।
কিন্তু সে বলল, এবার পূজোয় অবশ্যই আসতে হবে ।
আমি নির্বাক , থ বনে ছিলাম কিছুক্ষণ ,
আমি তার রিলেটিভ হই
আমি তার ছোট বোনের বর ।
সে বলতে পারতো , আমার ভীষণ কাজের চাপ
আমার আর থাকা চলবে না । কিন্তু -
সে বলল , কেন জানি আমার যেতে মন চাইছেনা ।
সে বলতে পারতো ,
তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে , কিন্তু -
সে বলল , গড প্রমিজ
তোমার সাথে দেখা না হলেই বোধহয় ভালো হতো ।
হটাৎ বাতি গেলো নিভে , বুকের প্রাসাদে
ধব-ধব , ঢিব-ঢিব প্রচণ্ড ভুমিকম্পন ,
ভুলেই গিয়েছিলাম , কে আমি ? কি আমার পরিচয় ?
আমি তার ছোট বোনের বর হই
যথেষ্ট দূরত্ব রেখে চলি ।
দূরত্ব ঘোচাল কে , আমি নাকি সে ?
বিদায়লগ্নে হাসি মুখ না দেখে
ওর চোখে দেখলাম বর্ষা ঝরতে ।
সংগত কারণে প্রচণ্ড ধাক্কা খেলাম ,
ধাক্কায় পড়তে পড়তে উঠে দাঁড়াই ।
দাঁড়াতেই হবে , কারণ -
আমি তার রিলেটিভ হই
আমি তার ছোট বোনের বর ।


১৭-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩
    --কাছের বিষয় নিয়ে কবিতা, অনেক কিছু শেখার তা--
    • বিশ্বজিৎ বণিক ২২/০৯/২০১৩
      কবিতা তো দূরের শব্দ গুলোকে কাছে এনে আপন করে নেবার ই ব্যাপার । ইব্রাহিম রাসেল । ধন্যবাদ ...
  • বিশ্বজিৎ বণিক ১৭/০৯/২০১৩
    সংগত কারণে আমরা অনেক সময় অসংগতির মুখোমুখি অবস্থান করি । অনেক সময় ফিরে আসি অনেক সময় বাঁধা পড়ে যাই ! ধন্যবাদ রোদের ছায়া ।
  • রোদের ছায়া ১৭/০৯/২০১৩
    রিলেশনের জটিল সমিকরন মনে হচ্ছে। ছোট বোনের বরকে নিয়ে বড় বোনের মনেও স্বপ্ন জাগতে পারে যদিও সেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য না। যাই হোক কবিতা ভালো লাগলো । শুভেচ্ছা।
 
Quantcast