www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিধাতাও জানেনা

অনেকদিন হাতের বাজু বেজে ওঠেনি
আজ-
হাতের কনুয়ের আঘাতে
কেমন ঝনঝন করে ওঠেছে
মনের জোনাকি বনে ।
এমন-
কতরাত্রি দলবৃত্তে দেখেছে তাঁকে
অশররীর কাঁপন দেয়া বাতাসে
নিভৃতে বরফ কুচির সংমিশ্রণে ।
কে জানে !
কখন কোথায় পালে হাওয়া লাগে
কখন যে কার ঠোঁট থেকে
নিমন্ত্রণ আশা করে নিগ ূঢ়ভাবে ।
এমন আমি -
অনেকবার পাড়ায় পাড়ায় খুঁজেছি
খুঁজেছি গোপনবৃত্তে টানানো ছবিটাকে
কথা বলুক সামনে এসে ঝগড়াটে স্বভাবে ।
কেউ কি জানে !
সান্ত্বনার পোড়া বাড়িতে ঘুরে ঘুরে
জালালি কবুতরের মতো
খুঁটে খুঁটে বের করা দানা দানা ভালবাসা ।
এখন -
কনুয়ের আঘাতে বেজে ওঠেনা বাজু
বেজে ওঠে মনশুদ্দ উঠোন
ওঠে আসে জমিভরা ফসল ,
সম্ভবত !
বিধাতাও জানেনা -
কার ফসলে কার উঠোন যাবে ভরে ।
১৫-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast