বিশ্বজিৎ বণিক
বিশ্বজিৎ বণিক -এর ব্লগ
-
মাকড়সা'র সোনালী মিহি জালটার দিকে তাকাতেই ,
কষ্টটা যেন হটাৎ করেই
ধাক্কা মেরে ঘরে ঢুকলো একা ।
আমি তার একা সঙ্গি নই , [বিস্তারিত] -
অনেক চড়াই উতরাই ঠিক করে আমার গন্তব্য ।
ঠিক যেমন তুমি স্বপ্ন দেখতে ভয় পাও
পাছে যদি ভাঙে মনের দেয়াল ।
আমি বুঝিনা কেমন করে বাসা বাঁধে বাবুই ! [বিস্তারিত] -
আমি কি একখণ্ড বরফ চাইতে পারিনা ?
হয়তো ফ্রিজ ছিলনা ঘরে ,
হয়তোবা থাকতে নেই আমার ফ্রিজ ।
একখণ্ড বরফ , তা ও সবার অধিকার [বিস্তারিত] -
মহিন তুমি কি চড়াতে গেছো ঘোড়া !
ঘরে তোমার কালের কাঁটার মতো বিছানো বিছানা ।
এপাশ-ওপাশ করে অনন্ত েজ্যাৎস্নার ছায়া ।
বামনের মতো ছোট হাত নিয়ে ছুঁতে পারছেনা ঘরের ইঁদুর , [বিস্তারিত] -
১/
এখন আমি বৃষ্টি হবো
ভিজবে তুমি আমার স্পর্শে ,
তোমার ঠোঁটে ছোঁয়াবো ঠোঁট [বিস্তারিত] -
খুব সকালে দুয়ার খুলে
যেই না দেখো এলাম আমি
তুমি কি সত্যি খুশি হবে ?
শিশির জমা দু চোখ তোমার [বিস্তারিত] -
আমার কি সব ধুয়ে নিয়ে গেছে নদী !
উত্তর পাড়া থেকে মধ্যমগ্রাম নাকি
অমিয়ভূষণ স্মরনির চিলে কোঠা ।
অচেনা শহর কত চেনা মনে আজ [বিস্তারিত] -
চৌচালা ঘর ছিল
ভেতরে বারান্দা ছিল , বয়েসে ভাঙেনি , ভেঙেছে বাস্তবতায় ।
খসে পড়েছে চুন-বালি প্লাস্টার ।
ইটগুলো ভাঙছে হাড়ের মতো [বিস্তারিত] -
হঠাৎ যদি লক্ষ্য করো
আমি হেলে পড়েছি পশ্চিম কোণে
যে পথে ডুবে গেছে সূর্য ।
স্থবিরতার বাতাস বয়তে গিয়ে [বিস্তারিত] -
মাঝে মাঝে আমার
শিশু চুরি করতে ইচ্ছা করে ।
প্রাপ্ত বয়স্ক , তোমার মতো শিশু
দোষহীন নিপাট ভালো মানুষ । [বিস্তারিত] -
অনন্ত বিষাদের ভয়ে
পালানোর ইচ্ছে হয়তো ছিলনা বৃক্ষের ।
তা-না হলে , সে হাঁটত
মানুষের পায়ে ভর করে । না হলে - [বিস্তারিত] -
জানালা কিনবো বলে
সেই থেকে যে নিরুদ্দেশ
জানালা আর কেনা হলো না ।
মানিব্যাগের টাকাগুলো আধুলি সিকি হয়ে [বিস্তারিত] -
মাঝ রাতে হঠাৎ আমার ঘুম হল উধাও ,
আমি এদিক ওদিক কোথাও খোঁজে পাইনি ।
হাত নেড়ে দেখি
বালিশ পড়ে আছে বালিশের জায়গায় , [বিস্তারিত] -
যে পথ পুরনো
পুকুরের পাশ ঘেঁষে পড়েছিল সারারাত ।
আমার মতো আয়নায় দেখে প্রতিচ্ছবি
আঁতকে উঠি বারবার । [বিস্তারিত] -
এমন অনেক কামড় সহ্য করেছি আমি
তোমারটা আলতো নরম বিষাক্ত
ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়ায় ।
এমন কত কামড় সহ্য করেছি [বিস্তারিত]
- ১
- ২