গোপন কোচপানার সাতকাহন
বস্তু জগত থেকে আড়ালে থাক বলে-
খুব সহজে তোমাকে পেয়ে যাই
হৃদয়ে আমার
তোমার আমার দারুন সম্পর্ক
সময়ে অসময়ে বেড়ে উঠা যৌবন দেখি- দুনয়ন ভরে।
তোমায় আমায় মিলের দারুন ছন্দ
তোমার বুকে বুটের কুজকাওয়াজ
আমার বুকের বেদনার সুর
উপড়ে নেয় তোমার হৃদয়
আমার হৃদয় বেদনা বিদুর
তোমার দেহের পোড়া গন্ধে
পুড়ে আমার হৃদয়
অবহেলাতেও দারুন মিল তোমার আমার।
কতো মানুষের হাত, কাঁধ ছুঁয়ে কাছে টেনেছি বুকে
থাকেনি কেউ তোমর মতো- তাঁরা
কুয়াশা হয়ে দৃষ্টি করেছে ক্ষীন
মিথ্যে ভালোবাসায় অহংকারে ভেঙ্গেছে-
হৃদয়ের স্পর্শগুলো
মিথ্যে প্রেমে বিশ্বাসে ধরিয়েছে ফাটল
বন্ধুরা আমার দারিদ্রতার ভয়ে
ফিরেনি কেউ -
তুবড়ির মতো ক্ষণিকের তরে জ্বলে
হারিয়েছে নিজেদের মাঝে, আমার-
তিমিরাবৃত ভবিষ্যত্ দেখে ফিরেনি আর তারা
অথচ শত দারিদ্রতার মাঝে তুমি উঠেছ বেড়ে
জীবনের ভাঙা সুরে দিয়েছ টান
অনায়াসে তোমাকে এখন পেয়ে যাই
নিজের মাঝে-
বলি নিজের কথা, উচ্চনাদে স্বীকার করি
তোমাকেই ভালোবাসি। তোমার কাছে আসি ফিরে বারবার
থাকি কাছাকাছি।
স্বীকার করি- তোমায় আমার গোপন কোচপানা।
২২/০৬/৯৯,কলকাতা
খুব সহজে তোমাকে পেয়ে যাই
হৃদয়ে আমার
তোমার আমার দারুন সম্পর্ক
সময়ে অসময়ে বেড়ে উঠা যৌবন দেখি- দুনয়ন ভরে।
তোমায় আমায় মিলের দারুন ছন্দ
তোমার বুকে বুটের কুজকাওয়াজ
আমার বুকের বেদনার সুর
উপড়ে নেয় তোমার হৃদয়
আমার হৃদয় বেদনা বিদুর
তোমার দেহের পোড়া গন্ধে
পুড়ে আমার হৃদয়
অবহেলাতেও দারুন মিল তোমার আমার।
কতো মানুষের হাত, কাঁধ ছুঁয়ে কাছে টেনেছি বুকে
থাকেনি কেউ তোমর মতো- তাঁরা
কুয়াশা হয়ে দৃষ্টি করেছে ক্ষীন
মিথ্যে ভালোবাসায় অহংকারে ভেঙ্গেছে-
হৃদয়ের স্পর্শগুলো
মিথ্যে প্রেমে বিশ্বাসে ধরিয়েছে ফাটল
বন্ধুরা আমার দারিদ্রতার ভয়ে
ফিরেনি কেউ -
তুবড়ির মতো ক্ষণিকের তরে জ্বলে
হারিয়েছে নিজেদের মাঝে, আমার-
তিমিরাবৃত ভবিষ্যত্ দেখে ফিরেনি আর তারা
অথচ শত দারিদ্রতার মাঝে তুমি উঠেছ বেড়ে
জীবনের ভাঙা সুরে দিয়েছ টান
অনায়াসে তোমাকে এখন পেয়ে যাই
নিজের মাঝে-
বলি নিজের কথা, উচ্চনাদে স্বীকার করি
তোমাকেই ভালোবাসি। তোমার কাছে আসি ফিরে বারবার
থাকি কাছাকাছি।
স্বীকার করি- তোমায় আমার গোপন কোচপানা।
২২/০৬/৯৯,কলকাতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জানবক্স খান ১৫/০৬/২০২০সুন্দর প্রকাশ, খুব ভাল লাগ েলা।
-
একরামুল হক ১৩/০৫/২০১৮দারুন. শক্তিশালী লেখনী
-
হাসান হামিদ ০৯/০২/২০১৮বাহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭অসাধারণ একটি কবিতা। শুভেচ্ছা
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭শুভেচ্ছা কবি
-
কে. পাল ২১/১০/২০১৭Valo
-
আজাদ আলী ২১/১০/২০১৭Besh valo
-
মধু মঙ্গল সিনহা ২০/১০/২০১৭শুভেচ্ছা কবি।