সোজা কথা- ভাবতেই ভালো লাগে
-----------------------------------
চারদিকে দুর্বিষহ দুর্নীতির সরাসরি
অভিযোগ পূর্ণ পরিবেশ
অবৈধ অস্ত্রের ত্রাস!
বৈধ অস্ত্রের মহরা!
৪০ বছর ধরে নেতাদের অভয় বাণী
আমাদের আমলেই সব ঠিক হবে জানি
- ভাবতেই ভালো লাগে!
পুলিশ নাকি মানুষের বন্ধু
অথচ মিথ্যে মামলায় দেশ ভর্তি
হয়রানির অভিযোগ যত্রতত্র
প্রমাণ সাপেক্ষে সবাই ছাড়া পাবে
দিন যায়, একই গল্পের পুনঃরাবৃত্তি
সব ঠিক হয়ে যাবে একদিন
- ভাবতেই ভালো লাগে!
ঘুষ দেওয়া- ঘুষ নেওয়া দুটোই অপরাধ!
ঘুষ নাই, নাই কাজের অগ্রগতি
সবাই জানে, সবাই বলে
- প্রমাণ নেই
ঘুষ লেনদেন প্রমাণ রেখে হয় না
তবুও বলি, তবুও শুনি দেশ বদলে যাবে
- ভাবতেই ভালো লাগে!
চাকরি করি - ঘুষের নয়, ঘুষ খাওয়ার ভয়
বেতন আর কি?
অর্ধেক বৌ নিয়ে যায়
বাকি অর্ধেক চাকরি দাতা
আরো কিছু থাকলে
নিয়ে যায় চাঁদা বাজির অলস প্রতিষ্ঠান
একদিন কেউ এসে সব ঠিক করে যাবে
- ভাবতেই ভালো লাগে!
বাবা মা বৌ বাচ্চা নিয়ে সংসার
মা-বৌ এর দ্বন্ধ দীর্ঘদিনের
এবার আলাদা ঘর, আলাদা খরচ পাতি
আলাদা করে বসবাস
ছোট ঘরে ভাড়া থাকি
একদিন টাকা হবে, হবে নিজের বাড়ি-
তারপর থাকবো সবাই একসাথে
- ভাবতেই ভালো লাগে!
ভালোবাসি- বলতে পারিনা
ভালোবাসি, সংসার করি
মাঝে মাঝে আবার নতুন ভালোবাসা জাগ্রত হয়
ভীষণ আপ্লুত হই, ভাবনায় শুধু তুমি
- ভাবতেই ভালো লাগে!
বন্ধুরা জিজ্ঞেস করে- চলছে কেমন?
বলি- চলছে ভালো, ভালোই যাচ্ছে সব মিলিয়ে
শুধু আমিই জানি, কেমন চলি
বড় বেতনের চাকরি হলে ঠিক হবে সব
- ভাবতেই ভালো লাগে!
চুক্তি করেছি
বাস্তবায়নের ছায়াও দেখিনি
সবসময়ই শুনি আমাদের আমলেই হবে সবকিছু
- ভাবতেই ভালো লাগে!
ওরে শালা!- আর কয়দিন
হবে হবে! হবে, শুনতে হবে
শালা আর কতদিন গুনতে হবে
শালা কে সে?- সব ঠিক করে দেবে
শালা আমি মারা গেলে!
চারদিকে দুর্বিষহ দুর্নীতির সরাসরি
অভিযোগ পূর্ণ পরিবেশ
অবৈধ অস্ত্রের ত্রাস!
বৈধ অস্ত্রের মহরা!
৪০ বছর ধরে নেতাদের অভয় বাণী
আমাদের আমলেই সব ঠিক হবে জানি
- ভাবতেই ভালো লাগে!
পুলিশ নাকি মানুষের বন্ধু
অথচ মিথ্যে মামলায় দেশ ভর্তি
হয়রানির অভিযোগ যত্রতত্র
প্রমাণ সাপেক্ষে সবাই ছাড়া পাবে
দিন যায়, একই গল্পের পুনঃরাবৃত্তি
সব ঠিক হয়ে যাবে একদিন
- ভাবতেই ভালো লাগে!
ঘুষ দেওয়া- ঘুষ নেওয়া দুটোই অপরাধ!
ঘুষ নাই, নাই কাজের অগ্রগতি
সবাই জানে, সবাই বলে
- প্রমাণ নেই
ঘুষ লেনদেন প্রমাণ রেখে হয় না
তবুও বলি, তবুও শুনি দেশ বদলে যাবে
- ভাবতেই ভালো লাগে!
চাকরি করি - ঘুষের নয়, ঘুষ খাওয়ার ভয়
বেতন আর কি?
অর্ধেক বৌ নিয়ে যায়
বাকি অর্ধেক চাকরি দাতা
আরো কিছু থাকলে
নিয়ে যায় চাঁদা বাজির অলস প্রতিষ্ঠান
একদিন কেউ এসে সব ঠিক করে যাবে
- ভাবতেই ভালো লাগে!
বাবা মা বৌ বাচ্চা নিয়ে সংসার
মা-বৌ এর দ্বন্ধ দীর্ঘদিনের
এবার আলাদা ঘর, আলাদা খরচ পাতি
আলাদা করে বসবাস
ছোট ঘরে ভাড়া থাকি
একদিন টাকা হবে, হবে নিজের বাড়ি-
তারপর থাকবো সবাই একসাথে
- ভাবতেই ভালো লাগে!
ভালোবাসি- বলতে পারিনা
ভালোবাসি, সংসার করি
মাঝে মাঝে আবার নতুন ভালোবাসা জাগ্রত হয়
ভীষণ আপ্লুত হই, ভাবনায় শুধু তুমি
- ভাবতেই ভালো লাগে!
বন্ধুরা জিজ্ঞেস করে- চলছে কেমন?
বলি- চলছে ভালো, ভালোই যাচ্ছে সব মিলিয়ে
শুধু আমিই জানি, কেমন চলি
বড় বেতনের চাকরি হলে ঠিক হবে সব
- ভাবতেই ভালো লাগে!
চুক্তি করেছি
বাস্তবায়নের ছায়াও দেখিনি
সবসময়ই শুনি আমাদের আমলেই হবে সবকিছু
- ভাবতেই ভালো লাগে!
ওরে শালা!- আর কয়দিন
হবে হবে! হবে, শুনতে হবে
শালা আর কতদিন গুনতে হবে
শালা কে সে?- সব ঠিক করে দেবে
শালা আমি মারা গেলে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জানবক্স খান ১৫/০৬/২০২০যর্থাত কবিসুলভ ভাবনা।
-
কামরুজ্জামান সাদ ১৯/১০/২০১৭ভালো লেখা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৯/১০/২০১৭অবাক সত্য । স্নিগ্ধতা রলো ।
-
সাঁঝের তারা ১৮/১০/২০১৭ঠিক বাস্তব!
-
মধু মঙ্গল সিনহা ১৮/১০/২০১৭সুন্দর ভাবনা কবি, অশেষ ধন্যবাদ।
-
অমিত শমূয়েল সমদ্দার ১৮/১০/২০১৭বাস্তব কথা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/১০/২০১৭বাস্তব সম্মত।
-
আজাদ আলী ১৮/১০/২০১৭"Sudhu vabtei Valo lage.." ki bolbo r kichu nai bolar. Suveccha priy kobi. .