অভিনয় জীবন
ছন্দ নেই
তবুও ছন্দ খুঁজি এপাশ ওপাশ
গড়াগড়ি
হামাগুরি দিতে দিতে উঠাবসা
জীবন মানেই কি শুধু ভালবাসা
টানাটানি
হাতছানি দিতে দিতে সুখ
খোলসের ভেতর আড়াআড়ির অসুখ
তারপর অজানার কাছে নতিস্বীকার
বিচ্ছিন্ন খোলস
শুধু একটিই শব্দ ধপাস
তারপর শব্দহীনতায় অনন্তকাল
তবুও ভাল লাগে এই খোলস বদলানোর
দারুন অভিনয়।।
তবুও ছন্দ খুঁজি এপাশ ওপাশ
গড়াগড়ি
হামাগুরি দিতে দিতে উঠাবসা
জীবন মানেই কি শুধু ভালবাসা
টানাটানি
হাতছানি দিতে দিতে সুখ
খোলসের ভেতর আড়াআড়ির অসুখ
তারপর অজানার কাছে নতিস্বীকার
বিচ্ছিন্ন খোলস
শুধু একটিই শব্দ ধপাস
তারপর শব্দহীনতায় অনন্তকাল
তবুও ভাল লাগে এই খোলস বদলানোর
দারুন অভিনয়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ১২/১০/২০১৭উত্তরাধুনিক কবিতা
-
Rabia Onti ১১/১০/২০১৭অনেক ভাল লাগল কবিতাটি পড়ে
-
আজাদ আলী ১১/১০/২০১৭Acting . Besh
-
কামরুজ্জামান সাদ ১১/১০/২০১৭কবি মাঝে মাঝে আসেন,
ছন্দে ছন্দে ভাসেন। -
অনিক মজুমদার ১১/১০/২০১৭অভিনয় 😹😒
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/১০/২০১৭ভালো।