www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ কোন দুঃসময়

নেই সাইক্লোন কিংবা আইলা
তবু ঝরে সবুজ পাতা
বৃক্ষরাজী দু:খ পায়
মরে যায়
হায়!

বুকের পাতায় ছিদ্র হয়
নষ্ট হয় নতুন আশা
সুখ মরে ভোররাতে
দু:খ থেকে
যায়!

এ কোন দু:সময়?

কোকিল ডাকে হৃদয় গভীরে
কষ্ট সুরের নষ্ট স্বরে
উচু গলায় তবুও
ভালবাসি বলতে
চায়!

এখানে ফাঁদ, ওখানে ফাঁদ
ফাঁদের রাজ্যে কবির বসবাস
নষ্ট লোকের সান্নিধ্যে
সহবাসে কি
পায়!

এ কোন দু:সময়?

বন উজাড় মন উজাড়
সুখ বন্দী জলপায়ের খাঁচায়
বন্দুকের ট্রিগারে চাপ
পড়লেই কে
বাঁচায়!

অলি-গলি বন-বাদাড়ে
গরু ছাগল রাস্তা-ঘাটে
খোঁয়ারবিহীন শহর,দুষ্ট
গরু কে
নাঁচায়!

এ কোন দু:সময়?

জুম পোড়ায়, শস্য পোড়ায়
ক্ষুধার দেশে মানুষ বাড়ে
বিশৃঙ্খলায় মানুষ মরে
ভালবাসা মরে
অবেলায়!

এ কোন দু:সময়?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • jannatul ripa ২৫/০৭/২০১৭
    খুবই সুন্দর লিখা,,ভালো লাগল
  • ভালো লাগলো।
  • আজ না হয় মন্তব্য না করি।
    • বিপ্লব চাকমা ২৩/০৭/২০১৭
      কবি, থাকলো বাকী ধন্যবাদ।
      • আমি পাঠক হিসেবে খারাপ নই।আপনার কবিতার প্রেমে পড়ে যাচ্ছি।নিতান্ত নগণ্য পাঠক হিসেবে আপনার মঙ্গল কামনা করি।
        • বিপ্লব চাকমা ২৩/০৭/২০১৭
          হা হা হা কবি । আপনি কবি, কবিতার সাথেই কবির সার্থক প্রেম। আপনার লেখাও বাদ পরেনা......।শুভকামনা সব সময়।
  • অর্ক রায়হান ২৩/০৭/২০১৭
    যথারীতি সুন্দর অনেক।
  • খুব ভালো।
    • বিপ্লব চাকমা ২৩/০৭/২০১৭
      আসবে আসবে করে এলো আজ
      তাই কবিতার বসন্তের সাঁজ......।ধন্যবাদ কবিবন্ধু। শুভকামনায়।
  • সাঁঝের তারা ২৩/০৭/২০১৭
    অনবদ্য...
    • বিপ্লব চাকমা ২৩/০৭/২০১৭
      হতাশ সুরে এই গাওয়া
      সুখের সুর কে বাজায়.........এসো ফিরে কবি দেখে যেও হৃদয়ের চলে যাওয়া। ধন্যবাদ কবি।
  • নাবিক ২৩/০৭/২০১৭
    ভালো লিখেছেন
    • বিপ্লব চাকমা ২৩/০৭/২০১৭
      কবি, এলে দুয়ারে যখন
      ভরে দিও এ মন এমন ভালোবেসে যখন তখন...।। আপনাকে অনেক শুভেচ্ছা কবি।
 
Quantcast