www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার তদন্ত রিপোর্ট

প্রেক্ষাপটঃ কবির সাথে প্রতিদিন অনেক মানুষের দেখা-সাক্ষাত হয়। তারমধ্যে অধিকাংশ নারী পুরুষ প্রেমিক প্রেমিকা। আর দেখা গেল এই নারী পুরুষের সম্পর্কে সমস্যার মূল কারণ প্রথমে ভালবাসা, তারপর ঘৃণা। কবি এই বিষয়ে মন দিয়ে গবেষণা শুরু করলেন। কবি নিজেও একজন প্রেমিক। কবির প্রায় ৫০ বছর জীবনের এই গবেষণায় ব্যয় করেছেন ৩৫ বছর। বেশীদিন হয়নি তিনি এই রির্পোট প্রকাশ করেছেন। সকলের জ্ঞাতার্থে রির্পোটটি খুউব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হলঃ

অপরিপক্ক প্রেমিকার রিপোর্টঃ(বয়স ১৪~২৫)
------------------------------------------------
ভালোবাসা প্রাণকে করে সজীব
স্বপ্নকে দেয় বিস্তৃতি
ইচ্ছেগুলো হয় দূরন্ত।
(সতর্ক বার্তাঃ ঝুঁকি আছে-৯৯%)

পূর্ণ বয়স্ক প্রেমিকার রিপোর্টঃ (বয়স ২৫~৪৫)
----------------------------------------------
যৌবনকে দেয় পূর্ণতা
জীবনে আনে গতি
সৃষ্টিকে দেয় অহংকার।
(সতর্ক বার্তাঃ ঝুঁকি-৫০%)

বৃদ্ধ প্রেমিকার রিপোর্টঃ (বয়স ৪৫~আমৃত্যু)
--------------------------------------
চিত্তে আনে সংযম
মৃত্যুকে দেয় শান্তি
জীবনকে দেয় পুন:জন্মের আকাঙ্ক্ষা।
(সতর্ক বার্তাঃ ঝুঁকি নেই-৯৯%)

ব্যর্থ প্রেমিকের রিপোর্টঃ (বয়স ১৪~আমৃত্যু)
-----------------------------------------------
ভালোবাসা সব দিক দিয়ে ক্ষতিকর এবং ভয়াবহ
নিজেকে করে নি:স্ব আর অবিশ্বাসী
অন্যকে করে নির্জীব, পাওয়া যায়
শূণ্যের উপলব্দি, সবচেয়ে মারাত্মক
এতে থাকে আত্ম সংঘাতের ভয়।
(সতর্ক বার্তাঃঝুঁকি আছে বা নেই-০%~১০০%)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি হঠাৎ হারিয়ে গেলেন যে!
    • বিপ্লব চাকমা ০২/০৮/২০১৭
      কবি, মন বসাতে পারছিনা...বাস্তব্তার চাপে...আফিসের কাজে বের হয়েছি...।আস্বো।
  • jannatul ripa ২৬/০৭/২০১৭
    খুবই চমৎকার লিখা
  • ‌‍ধ্রুবক ২৬/০৭/২০১৭
    বেশ লিখেছেন।
  • সাঁঝের তারা ২৪/০৭/২০১৭
    মূল্যবান রিপোর্ট ...
  • বেশ!
 
Quantcast