আজব সংজ্ঞা
(১)
বনে থাকে বন্য যারা
বন্য প্রাণী করে বধ
তাদের বলে অসভ্য!
থাকে যারা শহরে সভ্য তারা
সভ্য প্রাণী করে বধ
তাদেরও বলে সভ্য, বলা যায় মহাবভ্য!
(২)
নীতির গন্ধ নাই
নাম তার রাজনীতি!
বড় বড় ব্যাবসায়ী নিয়ন্ত্রন করে যে বাজার
সবাই বলে মুক্ত বাজার অর্থনীতি!
(৩)
বন্দুকধারী যে
শোনায় শান্তির বাণী
শান্তপ্রিয় মানুষগুলোই
বাড়াই অশান্তি (বন্দুকধারীর মতে)!
(৪)
শুধু দেশের কথা বলে যে- দেশপ্রেমিক!
দেশের জন্য কাজ করে যে-তার নাম শ্রমিক!
(৫)
সরকারী টাকায় ঊন্নয়ন
নীজের নামে নির্লজ্জ উদ্বোধন!
নীজের রোজগার সরকারকে দান
ভ্যাট, ট্যাক্স নামে পকেটে চালান।
বনে থাকে বন্য যারা
বন্য প্রাণী করে বধ
তাদের বলে অসভ্য!
থাকে যারা শহরে সভ্য তারা
সভ্য প্রাণী করে বধ
তাদেরও বলে সভ্য, বলা যায় মহাবভ্য!
(২)
নীতির গন্ধ নাই
নাম তার রাজনীতি!
বড় বড় ব্যাবসায়ী নিয়ন্ত্রন করে যে বাজার
সবাই বলে মুক্ত বাজার অর্থনীতি!
(৩)
বন্দুকধারী যে
শোনায় শান্তির বাণী
শান্তপ্রিয় মানুষগুলোই
বাড়াই অশান্তি (বন্দুকধারীর মতে)!
(৪)
শুধু দেশের কথা বলে যে- দেশপ্রেমিক!
দেশের জন্য কাজ করে যে-তার নাম শ্রমিক!
(৫)
সরকারী টাকায় ঊন্নয়ন
নীজের নামে নির্লজ্জ উদ্বোধন!
নীজের রোজগার সরকারকে দান
ভ্যাট, ট্যাক্স নামে পকেটে চালান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ২৫/০৭/২০১৭ভালো লিখেছেন।
-
শাহারিয়ার ইমন ২৩/০৭/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৭/২০১৭বাস্তব! শুভেচ্ছা নেবেন কবি।
-
কামরুজ্জামান সাদ ২৩/০৭/২০১৭বাহ
-
সাঁঝের তারা ২২/০৭/২০১৭ভাল