বেসামাল হৃদয়
বেসামাল হৃদয়-১
..................
হৃদয়ের ভিতরে একজনার একটি মিশিল
একটি প্লে-কার্ড নিয়ে বসে আছে আমরণ
প্লে-কার্ডে একটি স্লোগান সে তোমারই নাম
চায় সহমরন।
হৃদয় আমার বেসামাল ভীষণ।
বেসামাল হৃদয়-২
..................
রাত বাড়ে মনে পড়ে, খুউব মনে পড়ে
একসময় নিঃসঙ্গ হয়ে পড়ি
তারপরেও মনে পড়ে, অনুভব করি-
অতি ভালোবাসায় হৃদয় এভাবে নিঃসঙ্গ হয়।
হৃদয় আমার বেসামাল ভীষণ ।
বেসামাল হৃদয়-৩
..................
থাকি কাছাকাছি, মাঝেমাঝে মনে হয়
আমাদের মাঝে দুরত্ব যোজন যোজন
ভালোবাসার একি বিকিরণ? হৃদয়ে ভীষণ দূষণ
ভালোবাসার অতি বেগুনী রশ্মি নষ্ট করে হৃদয়ের ওজোন
ধীরে ধীরে খেয়ে ফেলে হৃদয়ের গুপ্তধন।
হৃদয় আমার বেসামাল ভীষণ ।
বেসামাল হৃদয়-৪
..................
চাই- পাওয়া হয়না
পাই- তৃপ্তি হয়না
হৃদয় তোমার এ কোন ধরনের চাওয়া পাওয়া?
হৃদয় আমার বেসামাল ভীষণ ।
বেসামাল হৃদয়-৫
..................
মানুষকে চিনতে গেলেই ভুল
আর ভুলতে গেলে
পড়তে হয়
অকূলে
মানুষকে ভালোবাসতে গেলেই ভুল
আর ভুল ভালোবাসায়
হৃদয় পুড়ে
অনলে।
হৃদয় আমার বেসামাল ভীষণ ।
বেসামাল হৃদয়-৬
..................
প্রসব বেদনার মতো
হৃদয়ের গহীনে আমার
সাধনা করে-
তোমাকে লালন করার
বেদনাও কি কম?
হৃদয় আমার বেসামাল ভীষণ ।।
..................
হৃদয়ের ভিতরে একজনার একটি মিশিল
একটি প্লে-কার্ড নিয়ে বসে আছে আমরণ
প্লে-কার্ডে একটি স্লোগান সে তোমারই নাম
চায় সহমরন।
হৃদয় আমার বেসামাল ভীষণ।
বেসামাল হৃদয়-২
..................
রাত বাড়ে মনে পড়ে, খুউব মনে পড়ে
একসময় নিঃসঙ্গ হয়ে পড়ি
তারপরেও মনে পড়ে, অনুভব করি-
অতি ভালোবাসায় হৃদয় এভাবে নিঃসঙ্গ হয়।
হৃদয় আমার বেসামাল ভীষণ ।
বেসামাল হৃদয়-৩
..................
থাকি কাছাকাছি, মাঝেমাঝে মনে হয়
আমাদের মাঝে দুরত্ব যোজন যোজন
ভালোবাসার একি বিকিরণ? হৃদয়ে ভীষণ দূষণ
ভালোবাসার অতি বেগুনী রশ্মি নষ্ট করে হৃদয়ের ওজোন
ধীরে ধীরে খেয়ে ফেলে হৃদয়ের গুপ্তধন।
হৃদয় আমার বেসামাল ভীষণ ।
বেসামাল হৃদয়-৪
..................
চাই- পাওয়া হয়না
পাই- তৃপ্তি হয়না
হৃদয় তোমার এ কোন ধরনের চাওয়া পাওয়া?
হৃদয় আমার বেসামাল ভীষণ ।
বেসামাল হৃদয়-৫
..................
মানুষকে চিনতে গেলেই ভুল
আর ভুলতে গেলে
পড়তে হয়
অকূলে
মানুষকে ভালোবাসতে গেলেই ভুল
আর ভুল ভালোবাসায়
হৃদয় পুড়ে
অনলে।
হৃদয় আমার বেসামাল ভীষণ ।
বেসামাল হৃদয়-৬
..................
প্রসব বেদনার মতো
হৃদয়ের গহীনে আমার
সাধনা করে-
তোমাকে লালন করার
বেদনাও কি কম?
হৃদয় আমার বেসামাল ভীষণ ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ১৮/০৭/২০১৭ভালো লেখা।
-
কামরুজ্জামান সাদ ১৮/০৭/২০১৭ভালোই বটে
-
মোনালিসা ১৮/০৭/২০১৭সুন্দর