www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পোড়া হৃদয়ের গন্ধ

পোড়া হৃদয়ের গন্ধ-১
.....................
চুম্বক শলাকার মতোই আমার ভালবাসার
দিক এখন নির্ধারিত
এই মহাবিশ্বের দশ দিকের প্রকাশ
আমি একদিকেই করেছি
সে-ই তুমি।

পোড়া হৃদয়ের গন্ধ-২
.....................
তুমি সবকিছু জান, জান প্রাশান্ত মহাসাগরের
কতো গভীরতা?
জাননা কেবল, আমার ভালবাসার
অতলতা।
জান, শুনেছ মহাশূন্যের কথা
জাননা কেবল, আমার বুকের অন্ত:সার শূন্যতার
কথা।

পোড়া হৃদয়ের গন্ধ-৩
.....................
আমি এমনভাবে তোমাকে ভালবাসি
যবনিকা কালে হয়তো দেখবে
ঈশ্বরের নাম নিতে নিতে
মুখ ফসকে তোমার নামই জপছি।

পোড়া হৃদয়ের গন্ধ-৪
.....................
একটি সিগারেট ফুঁকে দেখলাম-
আগুন পুড়িয়ে তার ছাই রাখলো
অবশেষ
তোমাকে দেখলাম-
তুমি পুড়িয়ে আমায় রাখনি কোন
শেষ।

পোড়া হৃদয়ের গন্ধ-৫
........................
কবি ভাবে-
একলা চাঁদ যতই একলা হোক
তবু ঠাঁই আছে আকাশের তরে
চাঁদ হাসে-
বোকা কবি যতই সত্য ভাবুক
সে জানে না আকাশ আরও কতদূরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আপনার লেখাগুলো চমৎকার লাগছে।চালিয়ে যান।
  • অর্ক রায়হান ১৯/০৭/২০১৭
    অসাধারণ।
    • বিপ্লব চাকমা ২০/০৭/২০১৭
      কবি, প্রত্যেক মানুষ পুড়ে ভিতরে ভিতরে। আমি শুধু ভাবটা প্রকাশের চেষ্টা করলাম। ধন্যবাদ কবি।
  • বেশ!
  • সাঁঝের তারা ১৮/০৭/২০১৭
    খুব ভাল
 
Quantcast