কৃপণের কৃপণতা
কবির কৃপণতা কবিতা না লেখা
কবিতাকে অসম্মান করে অন্ধকার সরোবরে নিক্ষেপ করে নিজেকে পোড়ানো।
প্রেমিকের কৃপণতা
ভালবাসাকে আত্মগোপনে রেখে নিজেকে হত্যা করা।
দেশ প্রেমিকের কৃপণতা
অন্যায়ের প্রতিবাদ না করা, কচ্ছপের জীবন বরণ করে অন্যায়ের প্রশ্রয় দেয়া।
মানুষের কৃপণতা
মানবিকতা, স্বকীয়তাকে বিসর্জন দিয়ে প্রভুর তুষ্টিতে দাসত্ব করা ।
আর ঈশ্বরের কৃপণতা
দৃষ্টতা, ইহা একান্তই ঈশ্বরীয়।
ফাঁসী হোক এসব কবি, প্রেমিক কিংবা দেশ প্রেমিকের
ঈশ্বরের মৃত্যু অনেক আগেই কার্যকর হয়েছে মানুষের কৃপণতায় ।
কবিতাকে অসম্মান করে অন্ধকার সরোবরে নিক্ষেপ করে নিজেকে পোড়ানো।
প্রেমিকের কৃপণতা
ভালবাসাকে আত্মগোপনে রেখে নিজেকে হত্যা করা।
দেশ প্রেমিকের কৃপণতা
অন্যায়ের প্রতিবাদ না করা, কচ্ছপের জীবন বরণ করে অন্যায়ের প্রশ্রয় দেয়া।
মানুষের কৃপণতা
মানবিকতা, স্বকীয়তাকে বিসর্জন দিয়ে প্রভুর তুষ্টিতে দাসত্ব করা ।
আর ঈশ্বরের কৃপণতা
দৃষ্টতা, ইহা একান্তই ঈশ্বরীয়।
ফাঁসী হোক এসব কবি, প্রেমিক কিংবা দেশ প্রেমিকের
ঈশ্বরের মৃত্যু অনেক আগেই কার্যকর হয়েছে মানুষের কৃপণতায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৬/০৭/২০১৭চ্মৎকার ভাবনা
-
কামরুজ্জামান সাদ ১৬/০৭/২০১৭লিখনশৈলী চমৎকার
-
আনোয়ার পারভেজ শিশির ১৬/০৭/২০১৭শানিত স্লোগান, কালো অন্ধকারে মনের রাজপথে সহস্র নিযুত পেরেকের মিছিলে এই বিধ্বংসী স্লোগান শুনে চকিতে বার বার ঘুরে দাড়াতে ইচ্ছে করে...!
প্রেম রইল...