জীবনের প্রশ্ন
বিশ্বাসের পরিমাণ কতটুকু হলে
মানুষ মানুষকে অনায়াসে ভালবাসে?
ভালবাসার পরিমাণ কতটুকু হলে
মানুষ মানুষকে অবলীলায় বলে ‘ভালবাসি’?
প্রেমের পরিমাণ কতটুকু হলে
তুমি আমি প্রেমিক হই?
পরিচয়ের পরিমাণ কতটুকু হলে
এক মানুষ আরেক মানুষের সাথে বাঁধে ঘর?
কি এমন হলে-
অশ্রু ঝরে ভালবাসার, বিশ্বাসে ধরে ফাটল
প্রেমিক প্রেমিকার খোঁজে খুনের নেশায়
ভেঙ্গে যায় কংক্রিটের ঘর
কি এমন হলে-জীবনে দেখা দেয় অতল?
মানুষ তুমি কি সত্যিই দুমুখো সাপ?
মানুষ মানুষকে অনায়াসে ভালবাসে?
ভালবাসার পরিমাণ কতটুকু হলে
মানুষ মানুষকে অবলীলায় বলে ‘ভালবাসি’?
প্রেমের পরিমাণ কতটুকু হলে
তুমি আমি প্রেমিক হই?
পরিচয়ের পরিমাণ কতটুকু হলে
এক মানুষ আরেক মানুষের সাথে বাঁধে ঘর?
কি এমন হলে-
অশ্রু ঝরে ভালবাসার, বিশ্বাসে ধরে ফাটল
প্রেমিক প্রেমিকার খোঁজে খুনের নেশায়
ভেঙ্গে যায় কংক্রিটের ঘর
কি এমন হলে-জীবনে দেখা দেয় অতল?
মানুষ তুমি কি সত্যিই দুমুখো সাপ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৭/২০১৭ভালো।
-
রেজাউল আবেদীন ১৬/০৭/২০১৭দারুন