ভারসাম্য-৩
তুমি এলে
প্রতিশ্রুতি দিলে-
প্রেমিক হলে
স্বপ্ন দিলে।
সময় এলে
তুমি বললে-
এবার চলি।
এখন দেখি, ঠিকই গেলে-
নিয়ে সব
এখন বুঝি, তুমিই ছিলে
বিশ্বস্ত প্রতারক।
প্রতিশ্রুতি দিলে-
প্রেমিক হলে
স্বপ্ন দিলে।
সময় এলে
তুমি বললে-
এবার চলি।
এখন দেখি, ঠিকই গেলে-
নিয়ে সব
এখন বুঝি, তুমিই ছিলে
বিশ্বস্ত প্রতারক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ১৫/০৭/২০১৭অসাধারন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৭/২০১৭খুব ভালো লাগল কবি।