মানুষের কিছু সহজ চরিত্র
এই দেশে কিছু মানুষের খুউব সহজ চরিত্র এই-
চক্ষু আছে কিন্তু দেখেনা
মাগার তাদের দেখানো হয়
কান আছে কিন্ত শোনেনা
মাগার তাদের শোনানো হয়
মুখ আছে কিন্তু বলেনা
মাগার তাদের বলানো হয়
ঘুস নেয়না
মাগার তাদের ঘুস নেওয়ানোর ব্যাবস্থা হয়
ত্রাণ বিতরন হয়, সরকারির টাকায় সবকিছু হয়
মাগার ফ্রিতে সাথে ভোটের ক্যাম্পেইনও হয়
বলা হয় পুলিশ, আর্মি আমজনতার এবং দেশের সেবক
মাগার প্রশাসনের একনম্বর দাস ছাড়া কিছু নয়
যে কাজ সবায় বুঝে
মাগার সেই কাজের প্রমান দেয়া নেয়া বড়ই কঠিন।।
এই এক কঠিন জীবন-
এক জীবনে এতো বেদনা লালন করা
এক জীবনে ভালো হওয়া
এক জীবনে বিপ্লবী হওয়া
এক জীবনে তোমায় পাওয়া।
সব মানুষের অতি সহজ চরিত্র
বদলে যাওয়া। বদলে যাওয়া কি এতই সহজাত?
চক্ষু আছে কিন্তু দেখেনা
মাগার তাদের দেখানো হয়
কান আছে কিন্ত শোনেনা
মাগার তাদের শোনানো হয়
মুখ আছে কিন্তু বলেনা
মাগার তাদের বলানো হয়
ঘুস নেয়না
মাগার তাদের ঘুস নেওয়ানোর ব্যাবস্থা হয়
ত্রাণ বিতরন হয়, সরকারির টাকায় সবকিছু হয়
মাগার ফ্রিতে সাথে ভোটের ক্যাম্পেইনও হয়
বলা হয় পুলিশ, আর্মি আমজনতার এবং দেশের সেবক
মাগার প্রশাসনের একনম্বর দাস ছাড়া কিছু নয়
যে কাজ সবায় বুঝে
মাগার সেই কাজের প্রমান দেয়া নেয়া বড়ই কঠিন।।
এই এক কঠিন জীবন-
এক জীবনে এতো বেদনা লালন করা
এক জীবনে ভালো হওয়া
এক জীবনে বিপ্লবী হওয়া
এক জীবনে তোমায় পাওয়া।
সব মানুষের অতি সহজ চরিত্র
বদলে যাওয়া। বদলে যাওয়া কি এতই সহজাত?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ১৪/০৭/২০১৭বেশ! কিন্তু মাগার কেন, বিকল্প বাংলা শব্দ হলে ভালো হতো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৭/২০১৭বাস্তব!
-
ন্যান্সি দেওয়ান ১৪/০৭/২০১৭Hard peom.