বিবেক যেদিন চিনবে তোমায়
তারপর একদিন
আয়নায় খুঁজে পাবে না নিজেকে ।
দূরে কোথাও মিথ্যার মলাটে
তৈরি হবে অসদ প্রতিবিম্ব ।
পা বাড়িয়ে ছায়া মেলাতে চাইলেই
হাতে ভর দিয়ে সরে যাবে আলোর আড়ালে ।
ঘড় ঘড় মাথা ফাটানো আওয়াজ টা
ভুলতে চাইবে পাসওয়ার্ড ।
আয়নায় খুঁজে পাবে না নিজেকে ।
দূরে কোথাও মিথ্যার মলাটে
তৈরি হবে অসদ প্রতিবিম্ব ।
পা বাড়িয়ে ছায়া মেলাতে চাইলেই
হাতে ভর দিয়ে সরে যাবে আলোর আড়ালে ।
ঘড় ঘড় মাথা ফাটানো আওয়াজ টা
ভুলতে চাইবে পাসওয়ার্ড ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাহিদ বিন জাহিদ ০৪/১২/২০১৬বিবেকের আয়নায় দাড়ালে কি পরিণতি হবে আমাদের!