www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা তুমি এসেছো বলে

স্বাধীনতা তুমি এসেছ বলে,
আমরা শুনেছি;
বঙ্গবন্ধুর সাতই মার্চের,
উত্তাল সে ভাষণ।
স্বাধীনতা তুমি এসেছ বলে,
আমরা পেয়েছি;
স্বাধীন দেশ,
গণতন্ত্রের শাসন।
স্বাধীনতা তুমি এসেছ বলে,
আমরা শুনেছি;
শহীদ জিয়ার বর্জ কন্ঠে,
স্বাধীনতার ঘোষণা।
স্বাধীনতা তুমি এসেছ বলে,
আমরা করেছি যুদ্ধ;
মনে জেগেছে,
বিজয়ের বাসনা।
স্বাধীনতা তুমি এসেছ বলে,
আমরা আজো;
আশায় বুক বাঁধি।
স্বাধীনতা তুমি এসেছ বলে,
তোমায় হারানোর;
ব্যাথা নিয়ে,
আজো মোরা কাঁদি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার। দারুন দেশাত্ববোধক কবিতা। অনেক ভালো লাগলো।
 
Quantcast