রথের দিনে
রথের দিনে
বিজন বেপারী
পথে পথে ঘুরবে যে রথ
ভক্তবৃন্দের জন্য
লোকে লোকে লোকারণ্য
ভক্তরা হন ধন্য।
রথের দড়ি টানলে খুশি
হবেন জগন্নাথ
চলছে পূজা ভক্ত সেবা
সকাল দুপুর রাত।
এই জগন্নাথ শ্রীকৃষ্ণ দেব
ধরার অধিপতি
পাপীতাপী পায় সে মুক্তি
সব জীবেরই গতি।
রথের দিনে শিশু কিশোর
ভাই-বোনেদের মেলা
প্রসাদ নিয়ে পুণ্যি হতে
না করে কেউ হেলা।
বিজন বেপারী
পথে পথে ঘুরবে যে রথ
ভক্তবৃন্দের জন্য
লোকে লোকে লোকারণ্য
ভক্তরা হন ধন্য।
রথের দড়ি টানলে খুশি
হবেন জগন্নাথ
চলছে পূজা ভক্ত সেবা
সকাল দুপুর রাত।
এই জগন্নাথ শ্রীকৃষ্ণ দেব
ধরার অধিপতি
পাপীতাপী পায় সে মুক্তি
সব জীবেরই গতি।
রথের দিনে শিশু কিশোর
ভাই-বোনেদের মেলা
প্রসাদ নিয়ে পুণ্যি হতে
না করে কেউ হেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১২/০৭/২০২৪চমৎকার।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৭/২০২৪অসাধারণ
-
কে. পাল ০৯/০৭/২০২৪Valo lekha
-
আলমগীর সরকার লিটন ০৯/০৭/২০২৪সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৭/২০২৪রথের শুভেচ্ছা রইল।
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২৪চমৎকার