গ্রীষ্মের দুপুর
গ্রীষ্মের দুপুর
বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল।
ঝিঁ ঝিঁ বোলে বৃক্ষ ডালে
সকাল দুপুর বেলা,
এমন দিন এলেই বুঝি
আগুন দিনের খেলা।
দুপুর বেলা রবির খরা
ধুঁকছে পাখি গাছে,
গবাদিপশু খায় না ঘাস
ছায়ার দিকে ছোটে।
কৃষক শ্রমিক বটের তলে
একটু শান্তি চায়,
খোকা খুকি ঘাটের জলে
নাইতে শুধু যায়।
বাবুরা সব এসির তলে
ঠান্ডা করে গা,
কারেন্ট গেলে করে তারা
শুধুই হা হা।
বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল।
ঝিঁ ঝিঁ বোলে বৃক্ষ ডালে
সকাল দুপুর বেলা,
এমন দিন এলেই বুঝি
আগুন দিনের খেলা।
দুপুর বেলা রবির খরা
ধুঁকছে পাখি গাছে,
গবাদিপশু খায় না ঘাস
ছায়ার দিকে ছোটে।
কৃষক শ্রমিক বটের তলে
একটু শান্তি চায়,
খোকা খুকি ঘাটের জলে
নাইতে শুধু যায়।
বাবুরা সব এসির তলে
ঠান্ডা করে গা,
কারেন্ট গেলে করে তারা
শুধুই হা হা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ২৬/০৪/২০২২
-
আব্দুল মান্নান মল্লিক ২৫/০৪/২০২২খুব ভালো লাগলো কবি
-
তাবেরী ২৫/০৪/২০২২দারুণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০৪/২০২২সুন্দর গ্রীষ্মের অনুভূতির প্রকাশ।
-
Md. Rayhan Kazi ২৩/০৪/২০২২বেশ উপভোগ্য
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৪/২০২২ভাল।
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২২চমৎকার উপস্থাপন ।
সমৃদ্ধ ভাবনার বহিঃপ্রকাশ ।
শুভ কামনা । -
আব্দুর রহমান আনসারী ২৩/০৪/২০২২সুন্দর
কবিকে ধন্যবাদ।