আসবে পুনঃ খুশির ঈদ
গৃহ বন্দি আজ যত
স্রষ্টার বান্দারা,
কী করে হাসবেন আজি
দুঃখ হেরি সন্তানের।
তাইতো স্বয়ং আল্লাহ পাক
কেঁদে কেঁদে জানায়-
ঈদ মোবারক!ঈদ মোবারক!!
উপর থেকে বলেছেন তিনি
আর নয় বেশি দিন
আসবে পুনঃ খুশির ঈদ
ভরবে আল্হাদে সব হৃদ।
যে সহে,সে রহে
কষ্ট নিওনা মনে।
স্রষ্টার বান্দারা,
কী করে হাসবেন আজি
দুঃখ হেরি সন্তানের।
তাইতো স্বয়ং আল্লাহ পাক
কেঁদে কেঁদে জানায়-
ঈদ মোবারক!ঈদ মোবারক!!
উপর থেকে বলেছেন তিনি
আর নয় বেশি দিন
আসবে পুনঃ খুশির ঈদ
ভরবে আল্হাদে সব হৃদ।
যে সহে,সে রহে
কষ্ট নিওনা মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৫/২০২০আবার খুশির দিন আসবে।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৫/০৫/২০২০খুব ভালো...
-
ফয়জুল মহী ২৫/০৫/২০২০বেশ । ভালো থাকুন।