ফটো
ফটো
কবি বিজন বেপারী।
# সহকারী শিক্ষক
উৎসর্গ: সুজিতদা কে-
রাস্তার পাশে একটা অচেনা লোক-
মরে পড়ে আছে!
ছত্রটি যতই সহজ
ততই সহজ মৃত্যু।
ভাবতেই লাগে বিস্ময়
একটা সজীব সতেজ প্রাণ
নিমিষেই নিষ্প্রাণ ফটো।
জন্ম মৃত্যুর খেলায়
আমরা বেলুন বায়ুপূর্ণ
কখন যে কে-?
কাঁটা তারে বেঁধে
হয়ে যাব ফটো প্রাণ শূণ্য।
অর্থহীন পরে থাকবে
জমানো সব সম্পত্তি
অশ্রুসিক্ত নয়নে রবে তাকিয়ে
কিছুলোক।
বুঝবে তারা, রক্তের যারা
কত ব্যাথা, বুকটায় ভরা।
বরিশাল
২৬/০৪/২০২০ইং
কবি বিজন বেপারী।
# সহকারী শিক্ষক
উৎসর্গ: সুজিতদা কে-
রাস্তার পাশে একটা অচেনা লোক-
মরে পড়ে আছে!
ছত্রটি যতই সহজ
ততই সহজ মৃত্যু।
ভাবতেই লাগে বিস্ময়
একটা সজীব সতেজ প্রাণ
নিমিষেই নিষ্প্রাণ ফটো।
জন্ম মৃত্যুর খেলায়
আমরা বেলুন বায়ুপূর্ণ
কখন যে কে-?
কাঁটা তারে বেঁধে
হয়ে যাব ফটো প্রাণ শূণ্য।
অর্থহীন পরে থাকবে
জমানো সব সম্পত্তি
অশ্রুসিক্ত নয়নে রবে তাকিয়ে
কিছুলোক।
বুঝবে তারা, রক্তের যারা
কত ব্যাথা, বুকটায় ভরা।
বরিশাল
২৬/০৪/২০২০ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০৫/২০২০Nice post
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৪/০৫/২০২০চমৎকার প্রকাশ।