কবিতা
চোর
কবি বিজন বেপারী।
চোরের মায়ের লম্বা গলা
পুস্তকে আছে লেখা,
তাইতো সব চোরেরা আজ
করছে মিলন মেলা।
নতুন নতুন চোরের জ্বালায়
দেশের বেহাল দশা,
ত্রান নিয়ে ঘরে তোলে
ভিক্ষুক যাচ্ছে মারা।
দেশের শত্রু, দেশের শত্রু
মুখোশ পরা পশু,
গরিবের হক চুরি করে
ভন্ড সাধু কিছু।
চোরে আর ঘুসখোরে
দেশটা গেছে ভরে,
করোনা আর ডেঙ্গু মশা
পায় না ওদের খুঁজে!
অবাক হয়ে চেয়ে দেখি
ওরাই আছে ভালো,
কতদিন আর কতদিন
বিধাতা তুমিই জানো?
বরিশাল
২২/০৪/২০২০
কবি বিজন বেপারী।
চোরের মায়ের লম্বা গলা
পুস্তকে আছে লেখা,
তাইতো সব চোরেরা আজ
করছে মিলন মেলা।
নতুন নতুন চোরের জ্বালায়
দেশের বেহাল দশা,
ত্রান নিয়ে ঘরে তোলে
ভিক্ষুক যাচ্ছে মারা।
দেশের শত্রু, দেশের শত্রু
মুখোশ পরা পশু,
গরিবের হক চুরি করে
ভন্ড সাধু কিছু।
চোরে আর ঘুসখোরে
দেশটা গেছে ভরে,
করোনা আর ডেঙ্গু মশা
পায় না ওদের খুঁজে!
অবাক হয়ে চেয়ে দেখি
ওরাই আছে ভালো,
কতদিন আর কতদিন
বিধাতা তুমিই জানো?
বরিশাল
২২/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৫/২০২০
শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন প্রিয় কবি।