www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মডার্ন নমরুদ

ধরুন আপনি ব্যস্ত হয়ে হেটে চলছেন কোন এক জনবহুল পথে,
পথিমধ্যে কোন এক ভিক্ষুক রাস্তা ধারিয়ে বললো
দু মুটে ভিক্ষা দেন স্যার,
অসময়ে তার ভিক্ষা চাওয়ায় বড্ড বিরক্ত হয়ে দু, পয়সা হাতে ধরিয়ে বললে যা ভাগ এখান থেকে।
আবার মনে মনে গুণগুনিয়ে বললেন
আর ভিক্ষা চাওয়ার সময় পেলোনা।

ধরুন আপনি আপনার স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী,
স্ত্রীর কোন ইচ্ছা অপুর্ণ রাখেননা,
সুখময় ও দাম্পত্য জীবনে ও আপনি সফল ও সুখী মানব।
কিন্তু ফেইসবুক ইন্টারনেট চ্যাটিং এ অসংখ্য নারীর সাথে আপনার সম্পর্ক
যা ব্যাপারে আপনার স্ত্রী কিছুই জানে না।

ধরুণ আপনি সমাজে সবার চোখে একজন আদর্শ যোবক,
ন্যায় নিষ্ঠা ও সততার সাথে আপনার পথ চলা।
কিন্তু রাতের আধাঁরে জ্বিনার মতো বড় বড় কাজে আপনি জরিত
যা সমাজ বা আশপাশের মানুষগুলাই জানেনা

তাহলে আপনি কলি যোগের মডার্ন নমরুদ
মানবরূপী মিছকা শয়তান,
আপনাকে মানুষ বললে মানুষত্বকে করা হবে অপমান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast