সুন্দর্যের বর্ণনা
সুন্দর্যের অনেক বর্ণনা
অনেক গ্রহ তারার উপমায় আখ্যায়িত,
সর্গীয় হুরের ন্যায় প্রকাশিত প্রিয়তমা,
ঐ ভোরের সূর্য উদয় থেকে শুরু করে
সূর্যাস্ত যাওয়ার সময়টুকু ভেদ করে,
যেন সব কিছুই নত'
ঐ
প্রিয়তমার পদ্বতলে।
আমি যাকে ভালোবাসি!
সেই তো চাঁদ-রুপসী
যাকে করি ঘৃণা!
তার চেয়ে কুৎসিত কিছুই হতে পারে না।
সুন্দর্যের অনেক বর্ণনা।
সুন্দর্য টা মনে,
নহেৎ কোন বাহ্যিক আবরণে।
ভালো লাগা ভালোবাসায়,
সুন্দর্যের প্রকৃত রুপ প্রকাশ পায়।।
ঘৃণায় শুধু মনে সৃষ্টি করে আবরণ
তাই যাকে ঘৃণা করি,
সে কুৎসিত নিকৃষ্ট নর্দমার কীট,
অতি বিকৃত রুপ, প্রেত-আত্না সরুপ
এক চিলতে সুন্দর্য তাহার প্বদচিত্তে প্রকাশ পায় না।
সুন্দর্যের অনেক বর্ণনা।।
যদি গায়ের রং ফর্সা উজ্জ্বলতা কে সুন্দর্য বলি!
তবে কে পাণ্ডবগণ কে এড়িয়ে চলি,
কেন চর্মরোগে আক্রান্ত রোগী সুন্দর বলে প্রকাশ পায় না
সুন্দর্যের অনেক বর্ণনা
অনেক গ্রহ তারার উপমায় আখ্যায়িত,
সর্গীয় হুরের ন্যায় প্রকাশিত প্রিয়তমা,
ঐ ভোরের সূর্য উদয় থেকে শুরু করে
সূর্যাস্ত যাওয়ার সময়টুকু ভেদ করে,
যেন সব কিছুই নত'
ঐ
প্রিয়তমার পদ্বতলে।
আমি যাকে ভালোবাসি!
সেই তো চাঁদ-রুপসী
যাকে করি ঘৃণা!
তার চেয়ে কুৎসিত কিছুই হতে পারে না।
সুন্দর্যের অনেক বর্ণনা।
সুন্দর্য টা মনে,
নহেৎ কোন বাহ্যিক আবরণে।
ভালো লাগা ভালোবাসায়,
সুন্দর্যের প্রকৃত রুপ প্রকাশ পায়।।
ঘৃণায় শুধু মনে সৃষ্টি করে আবরণ
তাই যাকে ঘৃণা করি,
সে কুৎসিত নিকৃষ্ট নর্দমার কীট,
অতি বিকৃত রুপ, প্রেত-আত্না সরুপ
এক চিলতে সুন্দর্য তাহার প্বদচিত্তে প্রকাশ পায় না।
সুন্দর্যের অনেক বর্ণনা।।
যদি গায়ের রং ফর্সা উজ্জ্বলতা কে সুন্দর্য বলি!
তবে কে পাণ্ডবগণ কে এড়িয়ে চলি,
কেন চর্মরোগে আক্রান্ত রোগী সুন্দর বলে প্রকাশ পায় না
সুন্দর্যের অনেক বর্ণনা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৭/২০২১বেশ!
-
ফয়জুল মহী ০৫/০৭/২০২১চমৎকার