www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রসঙ্গ ফেসবুকের স্ট্যাটাস এরশাদ কাক্কুকে নিয়ে

প্রসঙ্গ : এরশাদ কাক্কু
(আমার এক ঘ.বন্ধুর স্ট্যাটাসের জবাবে)

খুব শীঘ্রই বাচ্চা-কাচ্চাদের পড়ানো হতে পারে-
কবির নামসহ এরশাদ কবিতার প্রথম ৮ লাইন মুখাস্ত লিখ।
××××××××××××××××××××××
এরশাদ
...... আহমাদ সাজিদ (উদাস কবি)

জয়বাংলা শ্লোগান শেষে বলবে এখন জিন্দাবাদ
স্বৈরতন্ত্রের মহানায়ক হুসেইন মুহম্মদ এরশাদ।
ডিগবাজিতে এক নম্বরে, দূর্নীতিতে চ্যাম্পিয়নে
এক নারীতে সয় না ভাব, তৃপ্ত হয় সে বহুজনে।
মুখের কথা গন্ধ ছড়ায়, বোল পাল্টে ক্ষণে ক্ষণে
কেউ জানে না ভেতর বাইরে, কী আছে তার মনে।
নীতি থেকে বহুদূরে, বরখেলাপের পড়ে তাজ
দলের ভিতর গনতন্ত্রে; তিনি থাকেন সর্বরাজ।।


প্রশ্নপত্রে আসতে পারে:- রচনা লিখ একুশ শতকের এরশাদ"
অথবা রচনা লিখ। (যে কোনো একটি) তোমার বিদ্যালয়, গরু, এরশাদ
অথবা "এরশাদ ছিনিমিনি" বলতে তুমি কি বুঝ? সংক্ষেপে বিস্তারিত লিখ।
অথবা "একটি এরশাদ একটি কলঙ্ক" দ্বারা প্রশ্নকর্তা কী বুঝিয়েছেন।
অথবা " এরশাদ একজন বিশ্ববেহায়া" দ্বারা শিল্পী কী বুঝিয়েছেন?
অথবা " বাংলার কুলাঙ্গার" বলতে ইতিহাসে কাকে বুঝানো হয়?
লিঙ্গান্তর কর (যেকোন ১ টি) নম্বর ৫
ছেলে-
হিজড়া-
এরশাদ-
অথবা : এরশাদের গুণের নামতা মুখাস্ত লিখ
অংক কর : এরশাদের মোবাইলে সকালে ৫ টি কল ও বিকালে ৩টি মিসকল আসল। তার মোবাইলে কতটি কল আসল?
অথবা এরশাদ বাজার থেকে ২লিটার আটা, ১ লিটার পেয়াজ ও এক কেজি দুধ কিনল তাতে তার কত খরচ হলো?
অথবা অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব পরবর্তীতে কাকে দেওয়া যায়
১। আমাকে ২। তোমাকে ৩। সবাইকে ৪। এরশাদকে।



সঠিক উত্তরদাতা আপাতত কিচ্ছু পাচ্ছেন না। তবে নিরাশ হওয়ার কিছু নেই। সামনে অপেক্ষা করছে অনেক পুরষ্কার।
স বা ই কে এরশাদীয় ধন্যবাদ

বি.দ্র.: এরশাদ কবিতার জন্য "উদাস কবির" প্রতি অশেষ কৃতজ্ঞতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast