www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশেষ সর্তকতা (চার্জ দেয়া অবস্থায় মোবাইল ব্যবহার করবেন না।)

মোবাইল চার্জিং অবস্থায়
কথা বলা থেকে সাবধান।
চার্জিং অবস্থায়
কথা বলতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন
কলেজ ছাত্রী!
আধুনিক যুগের অনেক কিছুই
আমাদের জীবন-
যাপনকে যেমনি সহজ করছে,
তেমনি আবার অনেক সময়ই
আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে।
আর এরকমই একটি আধুনিক
আবিষ্কার হলো মোবাইল ফোন।
আমরা বেশীর ভাগ মানুষই
জানিনা যে, চার্জিং অবস্থায়
মোবাইল
ফোনে কথা বললে তা যে কোন
সময়ই বিস্ফোরিত
হয়ে আমাদেরকে অগ্নিদগ্ধ
করতে পারে। আর সত্যি সত্যিই
এরকম এক ঘটনার শিকার
হলো আজিমপুরে বসবাসকারী ও
সিটি কলেজের
ছাত্রী লামিয়া রহমান
(বাংলাদেশ প্রতিদিন-২৮-১০-২০১৩)।
চার্জিং অবস্থায়
কথা বলতে গিয়ে মোবাইল
বিস্ফোরিত হয়ে পুড়ে গেল তার
একপাশের চেহারা।
তাকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ণ
ইউনিটে ভর্তি করা হয়েছে।
চিকিতসকরা বলেছে তার
অবস্থা আশন্কাজনক। লামিয়ার
সহপাঠিরা জানায়, আজিমপুরের
সরকারী স্টাফ কোয়ার্টারের ৪৬/
সি নম্বর বাসায় শনিবার
মধ্যরাতে লামিয়া মোবাইল
চার্জ দেয়া অবস্থায় কথা বলছিল।
এ সময় বিকট শব্দে মোবাইল ফোন
সেটে বিস্ফোরণ হয়ে আগুন
ধরে যায়। আসুন, আমরা লামিয়ার
জন্য দোয়া করি এবং নিজেরা ও
পরিচিতদের এ ব্যাপারে অবশ্যই
সাবধান করি। আমরা নিজ নিজ
ফেসবুকের ওয়ালে ও অন্যান্য
ব্লগে এ প্রতিবেদনটি কপি-পেষ্ট
করি ও বন্ধুদের অধিক সচেতন ও
পোষ্টটি অবশ্যই শেয়ার
করতে বলি।
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ১২৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast