পাগলের প্রলাপ (০২)
সবচে বেশি বকবক করে দেশের মন্ত্রীরা, তারা বুঝে না বুঝে কথা বলে। মিডিয়া সোচ্চার থাকায় কথাকে আনডু ( Undo)(থুক্কু) করতে পারে না। এর একটাই কারণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্যতার অভাব। কামারকে দিয়ে পাঞ্জাবী সেলাই আর দর্জিকে দিয়ে দা বানাতে গিয়ে এ অবস্থা। কাকে কোন জায়গায় সেট করতে হবে সেটাই জ্ঞানের বাইরেই থেকে গেল। তারা কী যে বুঝেন না সেটাও বুঝেন না। তারা কান মেপে কাটে না বরং কান কেটে মাপে। ফলে ছাগলেরও কান হারানোর ভয় থেকে যায়। মন্ত্রীরা ইচ্ছা করলে এই মন্ত্রটা পড়তে পারত, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, বাজে কথা থেকে যেন আমি বেঁচে চলি। কাউকে উদ্দেশ্য করে লিখিনি। আমি একটা পাগল, এটা পাগলের প্রলাপ। আর পাগলে কী না বলে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১০/১০/২০১৩ভাল
-
সুবীর কাস্মীর পেরেরা ০৯/১০/২০১৩ভাল লাগল