www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ এক অদ্ভুত বসন্ত

আমার জীবনে এ এক অদ্ভুদ বসন্ত এসেছি
যা কোন ঋতু বসন্তও নয় আবার এটা কোন
হাওয়া লাগা বসন্তও নয় । এ হলো বসন্ত
(POX) ।আমার পরীক্ষা ১৭ মার্চ থেকে শুরু,অর্থ্যাত্‍
আমার পরীক্ষা আর মাএ ৭ দিন বাকি কিন্তু
আমি কিছু পারি না ।পারবোই
বা কি করে আমি তো গত ৪ মাসে বই হাতে নিয়েছি করে মনেই হচ্ছে না ।তাই প্রথমে ভেবেছিলাম পরীক্ষায় চিন্তায় চিন্তায় মোটামুটি জ্বর বাঁধিয়ে ফেলেছি ।তারপরেও পরীক্ষার জন্য আমি আমার হোষ্টেল এ চলে গেলাম ।কিন্তু ওখানে থাকতে আমার
বিরক্তি লাগে । হোষ্টেল থাকাকালীন সময় হঠাত্‍ দেখি পায়ের মধ্য একটা গুঁটি মতো উঠেছে । তখন আমার মা কে কল করলাম আর জানতে পারলাম এগুলো জল বসন্ত দেখা দিয়েছে ।তাই পরের দিন আবার বাসায়
চলে আসলাম । তারপর সেই অসুস্থতায় মা,বাবা,ভাইয়ের ভালবাসা কি তা বুঝতে পারলাম,সাথে সাথে আরও অনেকের অনেক কিছু বুঝতে পারলাম ।আমার রোগ হয়েছে ৬ দিন ।কিছুটা সুস্থ হয়ে গেছি । কাল ২৪ র্মাচ তারিখ আমার
পরীক্ষা ।জানি না কি পরীক্ষা দেবো ?
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১০১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২৭/০৯/২০১৩
    বেশ দুঃখজনক অভিজ্ঞতা।
  • Înšigniã Āvî ২৭/০৯/২০১৩
    পড়লাম.....

    সুস্থ থাকুন, ভাল থাকুন এই প্রে করি ।
 
Quantcast