www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার জীবন

জীবনে নেই কোন আশা
হৃদয়টা জুড়ে শুধুই হতাশা ।

মনে প্রাণে শুধুই একটাই কথা
এ জীবন নয়তো সুখময়,
জীবনটা বড়ই বিষাদময় ।

এই জীবনের গতিময় স্রোতে
আমি এক ক্লান্ত পথিক ।

যার নেই কোন জীবনের ভরসা
এ যেন এক মাঝিহীন নৌকা,
কূলের কোন নেইতো এর দিশা ।

এ নৌকা যেন ভেসে ভেসে
যাচ্ছে কোন সে পথে ?

তার নেইতো কোন ঠিক
কিছু কিছু ঢেউ লেগে তাই ,
হচ্ছে দিকবেদিক ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সালমান মাহফুজ ২৫/০৯/২০১৩
    জীবনে দুঃখ থাকবেই । কিন্তু হতাশ না হয়ে সেটাকে জয় করাই তো জীবনের মূল লক্ষ্য ।
  • মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে- কবিতা ভালো হয়েছে
  • মোকসেদুল ইসলাম ২৫/০৯/২০১৩
    দিকভ্রান্ত কবি সঠিক পথের দিশা খুঁজে পাক।
    ভাল লাগা জানিয়ে গেলাম কবি
  • ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩
    --ভাবনাটা দারুণ---
  • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
    বেদনাদায়ক....
  • সহিদুল হক ২৫/০৯/২০১৩
    অন্তরের হতাশা সার্থকভাবে কবিতাটিতে প্রকাশ পেয়েছে।
    আমার পাতায় পড়া ও মন্তব্যের আমন্ত্রণ রইলো।
 
Quantcast