www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জয়ীতাকে বলছি

সেই ক্লাস সিক্স থেকে পরিচয় জয়ীতার সাথে । জয় মাএ প্রাইমারী পাস করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে । ভয় ভয় মন নিয়ে পরীক্ষা হলে বসেছে । এক সিটে দুই জন করে পরীক্ষার্থী । জয় একটু আগেই চলে এসেছে তাই সে তার সিটে বসেছে । কিছুক্ষণ পরই জয়ের বেঞ্চে এসেছে আরেকজন পরীক্ষার্থী । ঐটা মেয়ে । এতে জয়ের মন আরো খারাপ হয়ে গেলো । কারণ ও মেয়েদের সামনে কেমন একটা হেজিটেশন ফিল করে । যাই হোক পরীক্ষা শুরু হয়ে । প্রশ্ন পেয়েই জয়ের মন অনেক খুশি সব প্রশ্ন কমন পড়েছে । কিন্তু পাশের মেয়েটার মন খারাপ ওর তেমন একটা কমন পড়েনি । জয়ের এতে মাথা ব্যাথা নেই । জয় তার উত্তর লিখতে ব্যস্ত । তখন হঠাত্‍ জয় দেখলো ঐ মেয়েটা জয় কে বলছে । আমাকে একটু হেল্প করবে । জয়ও হেল্প করলো । এক সপ্তাহ পর রেজাল্ট জয় চান্স পেয়েছে । সাথে সাথে ঐ মেয়েটা তার বড় আপুর সাথে এসে রেজাল্ট দেখছে । মেয়েটাও ঠিকছে ।তারপর জয় আর ঐ মেয়েটা স্কুলে ভর্তি হয়েছে । প্রথম দিন মেয়েটা জয়কে এসে ধন্যবাদ দিল । তারপর নাম জানতে চাইলো ? জয় বললো আমার নাম জয় । তোমার ? মেয়েটা বললো আমার নাম জয়ী পুরো নাম জয়ীতা । সেই থেকেই দুজনের বন্ধুত্ব । স্কুলে এলেই গল্প হতো । মোবাইল ফোন ছিলো না তাই ঐভাবে কথা বলার সুযোগ হয় নি । দিন যায়,মাস যায়,বছর যায় । ওরাও বড় হতে থাকে । গাঢ়ো হতে থাকে ওদের বন্ধুত্ব । এক সময় তার হয়ে উঠে দুজন দুজনার বেষ্ট ফ্রেন্ড । জয় বড় হতে থাকে সাথে সাথে ও আগোছালো হয়ে যায় । তাই জয়ীতা ওকে দিনে অন্তত ১০ বার কল দিতো ।এতে জয় অনেকটা গোছালো হতো কিন্তু কোন কলই দীর্ঘক্ষণের হতো না । সবচেয়ে দীর্ঘকলের সময় হতো ১৫ মিনিট । এতে জয়ের কোন মাথা ব্যাথা নেই । আবার জয় কখনও জয়ীকে নিয়ে লাভ এর কথা চিন্তা করতো না ।কারণ জয়ী বলেছিলো ও একজনকে ভালবাসে । সে কে তা কখনও জয় জানতে চায় নি । এখন জয় ইন্টার পাস করে নিয়েছে সাথে সাথে জয়ীও । জয় কোন কাজ করতো না একদিন জয়ী জয়কে বলেছিল তুই কি কখনও কাজের হবি না । তখন জয় বলেছিলো একদিন দেখিস আমি এতো ব্যস্ত থাকবো যে তুই আমার সাথে কথা বলার সুযোগও পাবি না । তখন জয়ী জয়কে বলেছিলো
যত দূরে দূরে থাকিস
বন্ধু কথা রাখিস
আমাকে কোনদিনও
ছেড়ে যাবি না ।
গত কদিন হলো জয়ী ওর লাভারকে পেয়েছে । আর জয়ের সাথে কোন কথা হয় না । জয়ের কথা বোধহয় ভুলে গেছে । কিন্তু জয় ভেবে রেখেছে ও ওর কথা রাখবে কখনও জয়ীকে ছেড়ে যাবে না । এখন জয় জয়ীকে এস এম এস করছে
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবে না খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চির চেনা ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এটাই বাস্তবতা।মানুষরাই একমাত্র জীব যারা খুব দ্রুতই বদলায়।ধন্যবাদ এমন নির্মম বাস্তব চিত্র তুলে ধরার জন্য।
  • সুন্দর লিখেছেন। চরম বাস্তবতা এমনই হয়
 
Quantcast