www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গুরু বচন

1.
দুঃখকে যদি করবি ভয়—
দিনে দিনে হবি লয়
কেন তবে করেছিলি পান
জন্মসুধা এই ধরায়। ।

2.
দুঃখ বিনে কেউ কি আছে হেথা ?
দুঃখ ছাড়া সুখ যথাতথা
যারে ভাবো সুখ-ফজুল
সেও তো ফাঁকি, কথার কথা। ।

3.
জীবন-শারাব বেজায় তেঁতো
তাতে মেশাও লবণ পার যত;
তিক্ত মুখে ভেংচি কেটে যায় কি জ্বালা ?
তাকিয়ে দেখো কালের ঘড়ি, সময় কত। ।


4.
নে জেনে নে কেন এলি ভবনদী-কূলে
নইলে বৃথা মানবজনম, সবি বিফলে;
ঘঁস দেখি তোর চিন্তার দেহ, রতন পাবি—
বুঝবি জনম কিসের কারন; কোন ফলে। ।

5.
জ্ঞানের লাঠিম বেদম তালে অহর্নিশি ঘুরন্ত—
খোলো খাঁচা, উরুক সেথা মন-পাখি দুরন্ত
বন্দি রইলে জনমভর খুলবে কিসে ভাবের দ্বার—
যতই পড় ওযুত কিতাব, নিযুত মহাগ্রন্থ। ।

6.
সাধক-বাউল-জগী-তাপস যত মহামুনি
একই তৃষ্ণা বুকে লয়ে পাগল দিবা-যামী
কি নিদারুণ যাপিল জীবন! আহা!
তবু না জুড়িল তাদের তাপিত পরাণী। ।

7.
তুই ছিড়েঁ ফেল যত মোহের সূতা
হচকাটানে তুলে ফেল সব ব্যাথার কাঁটা
বাঁচবি যদি খেই হারা এই জগত মাঝে
এ ছাড়া পথ পাবি কোথা। ।

8.
নগরী জুড়ে ফাঁকি আর আমিত্বের খেলা
পাপ ও দুঃখের এক মহামিলনমেলা
ঠাহর কোথায় মন-মাঝি বল ?
কোন ঘাটে ভেড়াই ভেলা। ।

9.
10.মনপাখি, যদিও তোমায় না দেখি
আমা হতে আমায় অপসারণ করে-
ব্যাথা ও আমার একান্ত সম্মোহন ক্ষণে
ঠিকই দেখে মোর অন্তঃজ আঁখি। ।

11.
মোহঘুমে রইলা ডুবে পাপের বেসাতি
যা পাও তা কিছুই নয় রংয়ের ভেলকি
যদিও বাইরের ‘তুমি’ ভরপুর সঙে—
ভেতরের ‘তুমি’ কেন করে ডাকাডাকি ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast