www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৃত্যুর বিনামুল্য প্রদর্শনী

কলিকালের নব্য অসুর দেখবে
দেখো ইসরাইলকে দেখো।
নবজাতের কচি অঙ্গে গোলার দাগ দেখবে?
রক্তের রাস উৎসব দেখবে?
লন্ডভন্ড লাশ দেখবে ?
রক্তপ্রপাত দেখবে ?
প্যালেস্টাইন দেখে আসো।

পাখি আর মানুষের সমমর্যাদার মৃত্যু দেখবে ?
প্যালেস্টাইন দেখে আসো।
আদিম হিংস্রতার প্রকৃষ্ট বাহককে দেখো
ইসরাইলিদের দেখো।

স্মরণকালের শ্রেষ্ঠ নাট্যকার ও তার মঞ্চনাটক
দেখবে ?
ওবামা ও তার সরকারকে দেখো !
একজন সুযোগ সন্ধানী অপমানবকে দেখো।
এই ভরা শ্রাবণে পশ্চিমের আকাশ দেখো
ফিলিস্তিনি শিশুদের রক্তে অরুণিত ক্যানভাস দেখো।


পলাশ ফারাজী
ঢাকা, ৫ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast