আজকের চেতনা
আজ এই ট্রাফিক কোলাহলের
চেতনার পরিমাপ করতে গিয়ে
কেন বার বার ইচ্ছাটা অবক্ষয়ের
ভিড়ে হারিয়ে যায়।
সন্দেহ, ভয়, দ্বেষ, হিংসার
আঁধার আলোয় ,দুরন্ত কালের
জিজ্ঞাসার নিহিত ছলনা
নির্মম বিপ্লবের জন্ম দেয়।
আলো আঁধারের গোলোকধাঁধায়
সিঁড়ি বেয়ে উঠে আসা সমাজটা,
রক্তের নির্দেশে ঠোঁটে আঙ্গুল চাপা দিয়ে,
হৃদয়েয় শুকিয়ে যায়।
বাতাস ও আলোকের আসা যাওয়া পথে
অন্তহীন করুণার নিত্য পদচিহ্ন
সময়ের স্নায়ূর স্পন্দনে,
নিরাশার ব্যর্থতায় যেন কুষ্ঠ কলঙ্কিত বীতশোক।
আজকের চেতনার নাড়ীর ফাইলে হাত দিতেই-
সময়ের অধীনতা মেনে
লোভাতুর ক্রুর ক্ষোভে ,শ্বাস-রুদ্ধ সমাজটা
আত্ম-প্রত্যয়ের জরায়ূর ফাটলটাকে
চৌচির করে দেয়।
চেতনার পরিমাপ করতে গিয়ে
কেন বার বার ইচ্ছাটা অবক্ষয়ের
ভিড়ে হারিয়ে যায়।
সন্দেহ, ভয়, দ্বেষ, হিংসার
আঁধার আলোয় ,দুরন্ত কালের
জিজ্ঞাসার নিহিত ছলনা
নির্মম বিপ্লবের জন্ম দেয়।
আলো আঁধারের গোলোকধাঁধায়
সিঁড়ি বেয়ে উঠে আসা সমাজটা,
রক্তের নির্দেশে ঠোঁটে আঙ্গুল চাপা দিয়ে,
হৃদয়েয় শুকিয়ে যায়।
বাতাস ও আলোকের আসা যাওয়া পথে
অন্তহীন করুণার নিত্য পদচিহ্ন
সময়ের স্নায়ূর স্পন্দনে,
নিরাশার ব্যর্থতায় যেন কুষ্ঠ কলঙ্কিত বীতশোক।
আজকের চেতনার নাড়ীর ফাইলে হাত দিতেই-
সময়ের অধীনতা মেনে
লোভাতুর ক্রুর ক্ষোভে ,শ্বাস-রুদ্ধ সমাজটা
আত্ম-প্রত্যয়ের জরায়ূর ফাটলটাকে
চৌচির করে দেয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৬/০৬/২০১৫অনেক সুন্দর লেখা ।।
-
মোবারক হোসেন ১২/০৬/২০১৫কবিতায় কবির সচেতনতা বোধের প্রসংশা করি।ধন্যবাদ।
-
T s J ১১/০৬/২০১৫কবিতাটা পরে ভালো লাগল কবি কে ধন্যবাদ
-
ভারতী ধর ০৩/০৬/২০১৫এই কবিতাটি কেন এখন ও প্রকাশ হলো না?