ভয়ঙ্কর করতালি
চারিদিকে কষষমতার লালসায়-
শক্তি পরিধির কোলাহলের পাখশাট,
স্বার্থবাহে অধীর আলোয়
অনুষঙ্গে চেনা প্রেরণা অলীক স্বপ্ন।
এই স্বপ্নের বিষ্ময়ের বিহ্বলতার-
অবর্থ নির্দেশ মৃত ইতিহাস,
সময়ের মনে বিবেকীর চোখ
প্রশ্নআতুর আত্মঘাতী,শূণ্যঅনুমিতি।
এই ফেননিভ আলোড়নের শুশ্রষার পথে-
সহৃদ্যতারধ দীন অনুপ্রাস,
হৃদয়ব্যধির নৈমিত্তিক অন্তরঙ্গ আত্মনিবেদনে
চতুঃসীমানায় শুধু অন্ধকার বিম্বের মতো-
আন্তর্জাতিক অন্যায়ের ছায়া।
যুগের অবসাদের বিষাদ ভর্ৎসনায়,
ইতিহাসের চরমচেতনা ঘুমিয়ে পড়ার আগে,
মানবতার বিবর্ণ আত্মার ভয়ঙ্কর করতালি
ঝড়ে পড়ুক চামুন্ডার মতো-
বিবর্ণ,পাণ্ডুর মানবজাতির রক্তস্রোত।
শক্তি পরিধির কোলাহলের পাখশাট,
স্বার্থবাহে অধীর আলোয়
অনুষঙ্গে চেনা প্রেরণা অলীক স্বপ্ন।
এই স্বপ্নের বিষ্ময়ের বিহ্বলতার-
অবর্থ নির্দেশ মৃত ইতিহাস,
সময়ের মনে বিবেকীর চোখ
প্রশ্নআতুর আত্মঘাতী,শূণ্যঅনুমিতি।
এই ফেননিভ আলোড়নের শুশ্রষার পথে-
সহৃদ্যতারধ দীন অনুপ্রাস,
হৃদয়ব্যধির নৈমিত্তিক অন্তরঙ্গ আত্মনিবেদনে
চতুঃসীমানায় শুধু অন্ধকার বিম্বের মতো-
আন্তর্জাতিক অন্যায়ের ছায়া।
যুগের অবসাদের বিষাদ ভর্ৎসনায়,
ইতিহাসের চরমচেতনা ঘুমিয়ে পড়ার আগে,
মানবতার বিবর্ণ আত্মার ভয়ঙ্কর করতালি
ঝড়ে পড়ুক চামুন্ডার মতো-
বিবর্ণ,পাণ্ডুর মানবজাতির রক্তস্রোত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
T s J ০৯/০৬/২০১৫Very nice
-
মোবারক হোসেন ০৬/০৬/২০১৫ভাল লাগলো। ধন্যবাদ
-
শাহাদাত হোসেন রাতুল ০৫/০৬/২০১৫Valo laglo Lekha
-
শুভাশিস মজুমদার ০৪/০৬/২০১৫মন ছুয়ে গ...
এমন আহ্বানের সুর ঝঙ্কারে... -
শ্রীস্বপন চক্রবর্ত্তী ০৪/০৬/২০১৫বেশ দীপ্ত --- শুভেচ্ছা ।
-
দ্বীপ সরকার ০২/০৬/২০১৫ভালো।
-
একনিষ্ঠ অনুগত ৩১/০৫/২০১৫কিছুটা কাঠিন্যতা মিশ্রিত...
ভালোই লেগেছে... -
রইস উদ্দিন খান আকাশ ৩০/০৫/২০১৫সুন্দর কবিতা
-
শাহাদাত হোসেন রাতুল ২৯/০৫/২০১৫ভালো লাগলো