www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভয়ঙ্কর করতালি

চারিদিকে কষষমতার লালসায়-
শক্তি পরিধির কোলাহলের পাখশাট,
স্বার্থবাহে অধীর আলোয়
অনুষঙ্গে চেনা প্রেরণা অলীক স্বপ্ন।

এই স্বপ্নের বিষ্ময়ের বিহ্বলতার-
অবর্থ নির্দেশ মৃত ইতিহাস,
সময়ের মনে বিবেকীর চোখ
প্রশ্নআতুর আত্মঘাতী,শূণ্যঅনুমিতি।

এই ফেননিভ আলোড়নের শুশ্রষার পথে-
সহৃদ্যতারধ দীন অনুপ্রাস,
হৃদয়ব্যধির নৈমিত্তিক অন্তরঙ্গ আত্মনিবেদনে
চতুঃসীমানায় শুধু অন্ধকার বিম্বের মতো-
আন্তর্জাতিক অন্যায়ের ছায়া।

যুগের অবসাদের বিষাদ ভর্ৎসনায়,
ইতিহাসের চরমচেতনা ঘুমিয়ে পড়ার আগে,
মানবতার বিবর্ণ আত্মার ভয়ঙ্কর করতালি
ঝড়ে পড়ুক চামুন্ডার মতো-
বিবর্ণ,পাণ্ডুর মানবজাতির রক্তস্রোত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast