তোকে বলছি না
তোর মনে আছে?
বলেছিলাম প্রতিদিন একটা কবিতা দেব তোকে!
যদি আমার হয়ে থাকিস চিরকাল
ঘুম থেকে উঠে সব প্রিয় পাবি বিছানায়।
সেই তুই আমার হলিনা তবুও
আমার মস্তিষ্কে কবিতা গুলো তৈরি হয় প্রতিনিয়ত
কতবার আমি নিজেকে আটকে রেখেছি
ছিঁড়ে ফেলে দিয়েছি সব কবিতা কোনো আজানায়।
আমার অনুভুতির হত্যার বিনিময়ে যদি
তুই শান্তি পাস মৃত্য অবধি
তবে তাই হোক; কোনো কবিতা পৌঁছবে না তোর কাছে
পড়ে রবে সব আমার নিত্য অবহেলায়।
বলেছিলাম প্রতিদিন একটা কবিতা দেব তোকে!
যদি আমার হয়ে থাকিস চিরকাল
ঘুম থেকে উঠে সব প্রিয় পাবি বিছানায়।
সেই তুই আমার হলিনা তবুও
আমার মস্তিষ্কে কবিতা গুলো তৈরি হয় প্রতিনিয়ত
কতবার আমি নিজেকে আটকে রেখেছি
ছিঁড়ে ফেলে দিয়েছি সব কবিতা কোনো আজানায়।
আমার অনুভুতির হত্যার বিনিময়ে যদি
তুই শান্তি পাস মৃত্য অবধি
তবে তাই হোক; কোনো কবিতা পৌঁছবে না তোর কাছে
পড়ে রবে সব আমার নিত্য অবহেলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ এনামুল হক ১১/০৪/২০১৫ভালই বলব..
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫ভেরি নাইস
-
সাইদুর রহমান ০৯/০৪/২০১৫বেশ সুন্দর ভাবনা।
কবিতাও সুন্দর হয়েছে।
শুভ কামনা। -
স্বপন রোজারিও(১) ০৯/০৪/২০১৫চমৎকার
-
রক্তিম ০৯/০৪/২০১৫সুন্দর একটা কবিতা এবং কবিতার মুহূর্ত । একটু যত্ন আর আলো বাতাস জল পাল্টে দিত এই বসন্তের মুহূর্ত