ক্ষুদ্র জীবন
লোকটা বেসরকারী চাকরী করে বেড়ায় টাকার প্রয়োজনে
এবার জানুয়ারীতে একটা নতুন চাকরী ধরেছে অনেক দেখেশুনে
আগেরটার থেকে বেতন এটায় অনেক বেশী, এক বছরের চুক্তি
মাস শেষে এতগুলো টাকা আসবে হাতে, ভেবেই খুশি লোকটি
'প্রথম ১৫ দিন ট্রেনিং সেশন', বলে দিয়েছে কোম্পানীর লোকেরা
'ট্রেনিং সেশনে আসতেই হবে, মিস করলে চাকরী হবে না করা'
আবার এদিকে দেশে অস্থিতিকর অবস্থা, দুই নেত্রীর কোন্দল
বিরোধী দল অবরোধ ডেকেছে, প্রতিদিনই হচ্ছে গন্ডগোল
কারণ বিরোধী দলের কার্যালয়ে হপ্তা গেলো ঝুলছে তালা
সারাদেশে তাই সংঘর্ষ, মারামারি, আর 'বাসে আগুন জ্বালা'
লোকটার মা বলে, 'ট্রেনিং ই তো! যাওয়াটা কি খুবই জরুরী?'
লোকটা তো জানে, না গেলে আর করা হবে না চাকরী
ট্রেনিং শেষ হতে আর একদিন বাকি, ১৪ তারিখ সেদিন
ট্রেনিং শেষে বাড়ী ফেরার পথে বাসে আগুন দিলো যেদিন
শরীরের বেশী অংশ পোড়েনি, মাত্র পুড়েছে চল্লিশ শতাংশ
কিন্তু বদ্ধ বাসে; ধোঁয়ায়, শ্বাসনালী পুড়ে ছাড়তে হল বিশ্ব
দোষ কিন্তু লোকটিরই, অবরোধে কেন বের হয়েছিলো সে?
না না, আসল দোষটা করেছিল সে জন্মে বাংলাদেশে
এবার জানুয়ারীতে একটা নতুন চাকরী ধরেছে অনেক দেখেশুনে
আগেরটার থেকে বেতন এটায় অনেক বেশী, এক বছরের চুক্তি
মাস শেষে এতগুলো টাকা আসবে হাতে, ভেবেই খুশি লোকটি
'প্রথম ১৫ দিন ট্রেনিং সেশন', বলে দিয়েছে কোম্পানীর লোকেরা
'ট্রেনিং সেশনে আসতেই হবে, মিস করলে চাকরী হবে না করা'
আবার এদিকে দেশে অস্থিতিকর অবস্থা, দুই নেত্রীর কোন্দল
বিরোধী দল অবরোধ ডেকেছে, প্রতিদিনই হচ্ছে গন্ডগোল
কারণ বিরোধী দলের কার্যালয়ে হপ্তা গেলো ঝুলছে তালা
সারাদেশে তাই সংঘর্ষ, মারামারি, আর 'বাসে আগুন জ্বালা'
লোকটার মা বলে, 'ট্রেনিং ই তো! যাওয়াটা কি খুবই জরুরী?'
লোকটা তো জানে, না গেলে আর করা হবে না চাকরী
ট্রেনিং শেষ হতে আর একদিন বাকি, ১৪ তারিখ সেদিন
ট্রেনিং শেষে বাড়ী ফেরার পথে বাসে আগুন দিলো যেদিন
শরীরের বেশী অংশ পোড়েনি, মাত্র পুড়েছে চল্লিশ শতাংশ
কিন্তু বদ্ধ বাসে; ধোঁয়ায়, শ্বাসনালী পুড়ে ছাড়তে হল বিশ্ব
দোষ কিন্তু লোকটিরই, অবরোধে কেন বের হয়েছিলো সে?
না না, আসল দোষটা করেছিল সে জন্মে বাংলাদেশে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ২০/০১/২০১৫দেশটা রাক্ষসী,ইতিহাসে এর বুকে রক্তের ফোঁটায় সিক্ত হওয়ার অনেক প্রমাণ ধরে রেখেছে।
-
সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫কবি বেনামী পত্তনদার
ধন্যবাদ চমতকার লিখা
শুভেচ্ছা নিবেন। আমার পাতায় আমন্ত্রণ রইল । -
রফছান খাঁন ১৯/০১/২০১৫ভালো লিখেছেন
-
স্বপন রোজারিও(১) ১৯/০১/২০১৫এ দেশে জন্মে বড় দোষ।
-
অ ১৯/০১/২০১৫সমসাময়িক বাংলাদেশকে নিয়ে ভালো লেখা ।
কিন্তু শেষ লাইনটি 'বাংলাদেশে জন্মে' না লিখে 'জন্মে বাংলাদেশে' লিখলে ছন্দটা আরো ভালো মিলত ।
ধন্যবাদ । -
রাফি বিন শাহাদৎ ১৯/০১/২০১৫sundor lekha
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫fine @valo laglo