www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একাকীত্বের প্রলাপ

একা থাকাই ভালো, কি বলিস তোরা?
এখন আমি যেমন আছি অন্ধকারে ভরা
তোরা তো দিব্যি একসাথে আছিস, ঘুরছিস ফিরছিস...
সারাদিন মজা করে রাতে বাড়ি ফিরে ঘুমোচ্ছিস
তবে আমায় শুধু কেনো রাখিস একা ফেলে?
সবার সাথে কথা বলে চুপ শুধু আমার কাছে এলে!
নিরবতার অর্থ কি শুধু আমাকেই বুঝে নিতে হবে?
আমার হাত ধরে হেটেছিলি আর হেসেছিলি সেই কবে!
একটার পর একটা মিথ্যে সাজিয়ে নিজেকে করলি পর
আর আমার জন্য রেখে দিলি ঘৃণা জনমভর

আমাকে তোরা সবাই এড়িয়ে চলিস, আমার অগোচরেই সব কথা
ঠিক কেনো বলতো? আর কত আমি জমাবো ব্যাথা?
নিজেকে তাই বলে বেড়াই ঘূর্ণিঝড় আর দূর আকাশের তারা
কখনো আবার কাহিনী গড়ি কল্পনায়, ভাবনা পাগলপারা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫
    ফাইণ
    আমার পাতায় আমন্ত্রণ রইল ।
  • এফ সাকি ১১/০১/২০১৫
    মানুষ একাই এই জগতে
    আসে আবার যায়,
    মাঝের কিছু সময়টাতে
    সঙ্গী কাউকে পায়।
    হাত ধরে যে পথ চলেছে
    থামলে সেও থামে,
    জগত ছেড়ে আসার পরে
    নাই ডানেও বামে।
    কেউবা আবার এই জগতে
    একাই থাকে খুব,
    যারা সাথে থাকতো সবাই
    অন্যতে দেয় ডুব।
    যেমনি হোক একা থাকায়
    কষ্ট কেমন হয়,
    একটু সময় থাকলে একা
    বোঝা সহজ নয়।
  • ০৯/০১/২০১৫
    বেশ ভালো হয়েছে ।
  • পিয়ালী দত্ত ০৮/০১/২০১৫
    ভাল লাগা রইল
  • অগ্নিপক্ষ ০৮/০১/২০১৫
    গ্রেট!
  • মলয় চক্রবর্তী ০৮/০১/২০১৫
    ভালো লেগেছে।
  • মোঃ আবদুল করিম ০৮/০১/২০১৫
    এক কথায় খুবই ভালো লাগলো
 
Quantcast