খেলা শেষ
আমি লুকিয়েছি নিজেকে সবার আড়ালে
পাবেনা আমায় আর পাশে তাকালে
এখন আবার আমি কামিনীর বুকে তারাগুচ্ছ
সূর্য শহর থেকে বিতাড়িত আমি, নই তুচ্ছ
পথ যখন হারাবে তখন আমাকেই খুজবে
উদাস হলে একলা রাতে আমাতেই কাঁদবে
আর মাত্র কয়েক বছর, আসবো নতুন রুপে
দেখবে আমায় সদা উজ্জ্বল, বর্ষা কিংবা ধুপে
পাবেনা আমায় আর পাশে তাকালে
এখন আবার আমি কামিনীর বুকে তারাগুচ্ছ
সূর্য শহর থেকে বিতাড়িত আমি, নই তুচ্ছ
পথ যখন হারাবে তখন আমাকেই খুজবে
উদাস হলে একলা রাতে আমাতেই কাঁদবে
আর মাত্র কয়েক বছর, আসবো নতুন রুপে
দেখবে আমায় সদা উজ্জ্বল, বর্ষা কিংবা ধুপে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অগ্নিপক্ষ ০৫/০১/২০১৫
-
স্বপন রোজারিও(১) ০৫/০১/২০১৫ভাল লাগল, ধন্যবাদ কবি।
-
কৌশিক আজাদ প্রণয় ০৫/০১/২০১৫খুঁজবে> খুজবে
অন্তর্ধানের পড়ে আবার নতুন রূপে আসার ঘোষণা।নতুন রূপ হবে বর্ষা কিংবা ধুপ। ছন্দ , ভাব আর অনুপ্রাস সব মিলিয়ে নান্দনিক কবিতা। -
সাইদুর রহমান (সাইদ) ০৫/০১/২০১৫ভাললাগা রেখে গেলাম কবি বন্ধু
আর যারা বলছে কবিতায় সংখ্যা অনেকে পছন্দ করে না - সেরকম তো কোন হার্ড্যানফাস্ট রুল নেই। কবিতার মতো ক্রিয়েটিভ জিনিসের কোন নিয়ম হয় না।