নিশাচর
আমি ছুটে চলি রাতের বুক চিরে
তারকাখচিত আকাশের নিচে সমান্তরাল পথ ধরে
কত ১৬৯ বছর অপেক্ষার পর এসেছি এ ধরায়
কামিনীর বক্ষ চিরে শুধু তোমায় পাবার আশায়
বিচলিত আমি, নতুন পৃথিবীতে, বেছে নিলাম রহস্যময়ী রাত
বিধাতার দেয়া বাছাইয়ে দিনকে ভেবেছি কোলাহলময় আর্তনাদ
আমিতো দেখেছি তোমায় রাতের মায়াবী ছায়ায়
তুমি আর আমি রাতেই হারিয়েছি বিস্ময়কর মায়ায়
এখন যবে তোমায় খুজতে হলাম নিশাচর
খোজ পেলাম দিনের মাঝে হয়েছ স্বার্থপর
তবে কি পৃথিবীতে আসলাম তোমায় হারাতে?
সেচ্ছায় অভিশপ্ত আমি একাকী এ পৃথিবীতে!
চলবে......
তারকাখচিত আকাশের নিচে সমান্তরাল পথ ধরে
কত ১৬৯ বছর অপেক্ষার পর এসেছি এ ধরায়
কামিনীর বক্ষ চিরে শুধু তোমায় পাবার আশায়
বিচলিত আমি, নতুন পৃথিবীতে, বেছে নিলাম রহস্যময়ী রাত
বিধাতার দেয়া বাছাইয়ে দিনকে ভেবেছি কোলাহলময় আর্তনাদ
আমিতো দেখেছি তোমায় রাতের মায়াবী ছায়ায়
তুমি আর আমি রাতেই হারিয়েছি বিস্ময়কর মায়ায়
এখন যবে তোমায় খুজতে হলাম নিশাচর
খোজ পেলাম দিনের মাঝে হয়েছ স্বার্থপর
তবে কি পৃথিবীতে আসলাম তোমায় হারাতে?
সেচ্ছায় অভিশপ্ত আমি একাকী এ পৃথিবীতে!
চলবে......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ০২/১০/২০১৪দুর্বোধ্য লাগল কিছুটা...কঠিন হয়ে যাচ্ছি কেন আমরা, কবিতায় সরলতা থাকলে আরো চমৎকৃত হতাম।
-
কৌশিক আজাদ প্রণয় ০২/১০/২০১৪এখনো কবিতার "আমি" চরিত্র টি আমার কাছে স্পষ্ট না হলেও শব্দ ও ছন্দের দ্যুতিময় আভায় কবিতাটি আমাকে চমৎকৃত করেছে। তুমি বলতে কি বর্তমানকে বুঝিয়েছেন ? যা সবসময়ই দিনের আলোর মতো স্পষ্ট! আর আমি চরিত্রটি কি অতীত? স্মৃতিময় অসীমতায় বিচরণ করে রাত্রির মৌনতায়?
-
মাটির মানুষ ০২/১০/২০১৪অভিসপ্ত আভিষেক নির্মুলের প্রতিক্ষায়...
-
সুলতান মাহমুদ ০২/১০/২০১৪সুন্দর