ঘূর্ণিঝড়ের জন্মদিন
দিনটার শুরু হয়েছিল রাত দিয়ে, চিরচেনা সেই অন্ধকারের রাত
আমি হাটছিলাম আমার হৃদয়ের বন্ধু লক্ষী বাতাসের হাতে রেখে হাত
হঠাৎ হাজার সূর্যর বাহারি রং এর তীব্র উকিতে আলোকময় হল চারপাশ
আর দেখতে পেলাম পাহাড়, নদী, সাথী সঙ্গী, যাদের সাথে নিত্য বসবাস
আমার ওই প্রিয় শহর থেকে বিতাড়িত আমি খুজছিলাম নতুন প্রেরণা
খুজে পেলাম এই পাহাড়, নদী, লক্ষী বাতাস, হাজার সূর্যই মনের বাসনা
পাহাড় আমাকে দেখালো আমার আজীবন একাকী সত্ত্বার প্রতিচ্ছবি
নদী আমাকে দেখালো চিরদিন এগুনোর এক নির্মল প্রেরণাময়ী ছবি
এদের নিয়েই বিশেষ দিনটি কাটলো, বহুদিন পর পেলাম অনেক আলো
ভাবনা জুড়ে যে থাকে, মায়াবী ওই শহরের বুঝি দুরে থাকাই ভালো
আমি হাটছিলাম আমার হৃদয়ের বন্ধু লক্ষী বাতাসের হাতে রেখে হাত
হঠাৎ হাজার সূর্যর বাহারি রং এর তীব্র উকিতে আলোকময় হল চারপাশ
আর দেখতে পেলাম পাহাড়, নদী, সাথী সঙ্গী, যাদের সাথে নিত্য বসবাস
আমার ওই প্রিয় শহর থেকে বিতাড়িত আমি খুজছিলাম নতুন প্রেরণা
খুজে পেলাম এই পাহাড়, নদী, লক্ষী বাতাস, হাজার সূর্যই মনের বাসনা
পাহাড় আমাকে দেখালো আমার আজীবন একাকী সত্ত্বার প্রতিচ্ছবি
নদী আমাকে দেখালো চিরদিন এগুনোর এক নির্মল প্রেরণাময়ী ছবি
এদের নিয়েই বিশেষ দিনটি কাটলো, বহুদিন পর পেলাম অনেক আলো
ভাবনা জুড়ে যে থাকে, মায়াবী ওই শহরের বুঝি দুরে থাকাই ভালো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।