অল্প কিছু কথা
বিকেলের মৃদু রোদ যেমন আলতো ভাবে এসে পড়ে জানালার শিকে
তেমনি কোমল তুই, স্নিগ্ধতার ছোঁয়া বয়ে আনিস আমার দিকে
সাদা কালোর মায়াজালে বিকালটা যেমন হয়ে ওঠে অপূর্ব জাদুময়
আমার আর তোর পৃথিবী ঠিক তেমনি শান্ত, কখনো মেঘ, কখনো রোদময়
কখনো কখনো তুমুল বজ্রপাত আর প্রচণ্ড ঝড়ে আমি খুব ক্লান্ত হই
অতঃপর শান্ত সকালটা আর নিরব সতেজতা নিয়ে তোর তরে চেয়ে রই
আমার আর তোর সেতো জন্মান্তরীণ স্বতঃস্ফূর্ত বন্ধুতা
মাটির সাথে যেমন ঘাসফুলের, আর অন্ধকারের সাথে যেমন নিরবতা
তেমনি কোমল তুই, স্নিগ্ধতার ছোঁয়া বয়ে আনিস আমার দিকে
সাদা কালোর মায়াজালে বিকালটা যেমন হয়ে ওঠে অপূর্ব জাদুময়
আমার আর তোর পৃথিবী ঠিক তেমনি শান্ত, কখনো মেঘ, কখনো রোদময়
কখনো কখনো তুমুল বজ্রপাত আর প্রচণ্ড ঝড়ে আমি খুব ক্লান্ত হই
অতঃপর শান্ত সকালটা আর নিরব সতেজতা নিয়ে তোর তরে চেয়ে রই
আমার আর তোর সেতো জন্মান্তরীণ স্বতঃস্ফূর্ত বন্ধুতা
মাটির সাথে যেমন ঘাসফুলের, আর অন্ধকারের সাথে যেমন নিরবতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ২৮/০৯/২০১৪sondur lihoni
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৯/২০১৪সুন্দর ভাবনা।