আমি ঘূর্ণিঝড় বৈকি
আমি ঘূর্ণিঝড় বৈকি
অনুভূতিগুলো চারপাশ থেকে প্রবল গতিতে ছুটে এসে জড় হই আমি
আমার শিরায় শিরায় বয় ভালোবাসা, হিংসা, অভিযোগ, অভিমানের সুনামি
যখনি কোনো শহরের উপর দিয়ে বই আমি, এলোমেলো করি তাকে, ভেঙে চুরে করি ছারখার
এভাবেই আমি পরিচিত তোমাদের কাছে, দিনে দিনে আমি এভাবেই ফিরে আসি বারবার
শহরের মানুষগুলোর তো সূর্যের সাথে বন্ধুত্ব, তারা শিঘ্রই পুনরায় বেচে ওঠে
আমার কথা ভেবেছ কি কেউ কখনো, অতঃপর কি বয় আমার মনের মনিকোঠে!
তোমরা তো দেখো আমি ভেঙে চলি শহর, বাড়ি, ঘর একের পর এক
দেখনা প্রতিবার নিঃশেষ হই আমি, পরাজিত হয়ে হারিয়ে যাই নির্বাক।
একবার এক অন্য রকম শহরের দেখা পেলাম, যেখানে খুশির জোয়ার বয়
যেখানে নেই কোনো ক্রন্দন, শুধু হাসি, পায়না কেউ ভয়
ভাঙ্গতে যেয়ে বৃথা চেষ্টায় আবার হলাম নিঃশেষ, আমার সমস্ত জীবনিশক্তি গেলো জলে
শেষ হলাম, তবুও আমার নিষ্কৃয় চিত্তে সেই শহরের ছবি দোলে।
পারিনি আর নিজেকে জড় করতে, শহর ভাঙ্গার ইচ্ছে গেছে ফুরিয়ে
এখন আমার শরীরে সেই শহর বয় শুধু, আমাকে আড়াল করে লুকিয়ে
তাই এখন এই উদাস আমি অদৃশ্য বাষ্প হয়ে উড়ে বেড়াই পাহাড় পর্বতে
মাঝে মাঝে যদি কাঁদতে ইচ্ছে হয়, কোনো এক পাহাড় বেয়ে মিশে যাই সমুদ্রস্রোতে।
অনুভূতিগুলো চারপাশ থেকে প্রবল গতিতে ছুটে এসে জড় হই আমি
আমার শিরায় শিরায় বয় ভালোবাসা, হিংসা, অভিযোগ, অভিমানের সুনামি
যখনি কোনো শহরের উপর দিয়ে বই আমি, এলোমেলো করি তাকে, ভেঙে চুরে করি ছারখার
এভাবেই আমি পরিচিত তোমাদের কাছে, দিনে দিনে আমি এভাবেই ফিরে আসি বারবার
শহরের মানুষগুলোর তো সূর্যের সাথে বন্ধুত্ব, তারা শিঘ্রই পুনরায় বেচে ওঠে
আমার কথা ভেবেছ কি কেউ কখনো, অতঃপর কি বয় আমার মনের মনিকোঠে!
তোমরা তো দেখো আমি ভেঙে চলি শহর, বাড়ি, ঘর একের পর এক
দেখনা প্রতিবার নিঃশেষ হই আমি, পরাজিত হয়ে হারিয়ে যাই নির্বাক।
একবার এক অন্য রকম শহরের দেখা পেলাম, যেখানে খুশির জোয়ার বয়
যেখানে নেই কোনো ক্রন্দন, শুধু হাসি, পায়না কেউ ভয়
ভাঙ্গতে যেয়ে বৃথা চেষ্টায় আবার হলাম নিঃশেষ, আমার সমস্ত জীবনিশক্তি গেলো জলে
শেষ হলাম, তবুও আমার নিষ্কৃয় চিত্তে সেই শহরের ছবি দোলে।
পারিনি আর নিজেকে জড় করতে, শহর ভাঙ্গার ইচ্ছে গেছে ফুরিয়ে
এখন আমার শরীরে সেই শহর বয় শুধু, আমাকে আড়াল করে লুকিয়ে
তাই এখন এই উদাস আমি অদৃশ্য বাষ্প হয়ে উড়ে বেড়াই পাহাড় পর্বতে
মাঝে মাঝে যদি কাঁদতে ইচ্ছে হয়, কোনো এক পাহাড় বেয়ে মিশে যাই সমুদ্রস্রোতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ২৩/০৯/২০১৪হুম...আপনার লেখায় ঘূর্নিঝড়েরই আভাস পাচ্ছি। এভাবেই আশা করি আপনাকে। নতুনের ঘূর্নিপাকে পুরাতন ছারখার হয়ে নতুন হয়ে উঠুক আপনার লেখায়...শুভেচ্ছা কবি।
-
স্বপন রোজারিও(১) ২৩/০৯/২০১৪সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ২২/০৯/২০১৪খুব ভাল লাগলো । বানান গুলো একটু দেখে নিবেন
বয় > বহা/ বওয়া
বেচে > বেঁচে
পারিনি > পারি নি