প্রেম সতত মধুর
(১)
যে ফুল রাখো নিত্য
দেবতার চরণে
সে ফুলে ভরো চিত্ত
আমার মরণে।
(২)
দুটি আঁখির মিলনে
শুধু বর্ষা দেখি
সারা মন ভিজে
হলো আমার একি।
(৩)
সময় ধুয়ে যায়
জীবনের যতো ক্ষত
প্রেমের সুন্দরতায়
ফোটে ফুল অবিরত।
বিকাশ দাস
মুম্বাই
যে ফুল রাখো নিত্য
দেবতার চরণে
সে ফুলে ভরো চিত্ত
আমার মরণে।
(২)
দুটি আঁখির মিলনে
শুধু বর্ষা দেখি
সারা মন ভিজে
হলো আমার একি।
(৩)
সময় ধুয়ে যায়
জীবনের যতো ক্ষত
প্রেমের সুন্দরতায়
ফোটে ফুল অবিরত।
বিকাশ দাস
মুম্বাই
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ১৩/১০/২০১৫অন্তমিলটা খুবই সুন্দর
-
মুরাদ হোসেন ১২/১০/২০১৫ভালো লাগলো কবিতাটা
-
Md. Ashik Hossain Rone ১২/১০/২০১৫অনবদ্য লিখনী ।
কি করে লিখেন
এত সুন্দর করে? -
ঋজু কবি ১২/১০/২০১৫সুন্দর লেখনী ।
-
অভিষেক মিত্র ১২/১০/২০১৫ভালো লাগলো।
-
দেবব্রত সান্যাল ১২/১০/২০১৫ভালো